ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলে জিতে ইতিহাস গড়ল লিভারপুল
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেল লিভারপুল। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। একটি গোল করেছেন হেন্ডারসন। ব্রাইটনের মাঠে মাত্র ৬ মিনিটের সময়ই লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। ২ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন হেন্ডারসন। বিরতির আগে লিভারপুল আর গোলের দেখা না পেলেও একটি গোল করে খেলায় প্রান ফিরিয়ে আনে ব্রাইটনের লিয়েনদ্রো ত্রোসার্ড। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া লিভারপুল বিরতির পর ফের লিড বাড়ায়। ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সালাহ। এরপর বাকিটা সময়ে আর কোন দল গোল না পেলে ম্যাচটি ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে লিভারপুল।
এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে সবচেয়ে দ্রুত ৩০ টি ম্যাচ জয়ের রেকর্ড করেছে তারা। গতরাতে ৩৪ তম ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। ৩৪ ম্যাচেই ৩০তম জয় তুলে নিয়েছে দলটি। ইপিএলে এর আগে কোন দলই এত দ্রুত ৩০ জয় এক মরসুমে তুলতে পারেনি।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)