সবুজ-মেরুণ জার্সিতেই এটিকে-মোহনবাগান

সবুজ-মেরুণ জার্সিতেই এটিকে-মোহনবাগান

নিউজ ডেস্ক : ঐতিহ্যের সবুজ মেরুণ জার্সিতেই আইএসএল খেলবে এটিকে-মোহনবাগান। নতুন ক্লাবের প্রতীকেও পাল তোলা নৌকাই রাখা হয়েছে। কেবল সেই প্রতীকে যুক্ত হয়েছে এটিকের নাম। শুক্রবার এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ে নেওয়া হল একগুচ্ছ সিদ্ধান্ত। মোহনবাগানের ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন শিল্পপতি তথা এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। খুব স্বাভাবিক ভাবেই সংযুক্ত দলের প্রথমেই থাকছে এটিকের নাম। এটিকে-মোহনবাগান নামে সরকারি খাতায় নাম নথিভূক্ত হয়েছে নতুন ক্লাবের। শুক্রবারের বৈঠকে এটিকে-মোহনবাগানের বোর্ড মেম্বাররাও ছাড়াও উপস্থিত ছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়।
মোহনবাগানের ঐতিহ্যমণ্ডিত পাল তোলা নৌকাকে প্রতীককে সম্মান জানালেন সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায়, উৎসব পারেখরা। শুক্রবারের বৈঠকে ঠিক হয় যে এটিকে-মোহনবাগান ওই প্রতীক বুকে লাগিয়েই প্রতিপক্ষের মোকাবিলা করবে। কেবল সেই প্রতীকে এটিকের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।
মোহনবাগানের ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন শিল্পপতি তথা এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। খুব স্বাভাবিক ভাবেই সংযুক্ত দলের প্রথমেই থাকছে এটিকের নাম। তেমনটা প্রথমেই ঠিক করা হয়েছিল। এটিকে-মোহনবাগান নামে সরকারি খাতায় নাম নথিভূক্ত হয়েছে নতুন ক্লাবের।
শুক্রবারের বৈঠকে এটিকে-মোহনবাগানের বোর্ড মেম্বাররাও ছাড়াও ছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠক শেষে প্রেস বিবৃতিতে গোয়েঙ্কা লিখেছেন, মোহনবাগানের ঐহিত্য এবং কিংবদন্তিদের তাঁরা সম্মান করেন। তিনি ব্যক্তিগতভাবে শৈশব থেকে মোহনবাগানকে সমর্থন করে আসছেন বলেও জানিয়েছেন গোয়েঙ্কা। বলেছেন, এটিকে-মোহনবাগানকে বিশ্বমানের দলে পরিণত করাই তাঁর লক্ষ্য।

এটিকে-মোহনবাগানের অন্যতম মালিক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, এই সংযুক্তিকরণ ইতিহাস রচনা করবে। আগামী আইএসএলে দল সেরাটা দেবে বলেই বিশ্বাস করেন মহারাজ।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন