তৃণমূল কংগ্রেসের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে সমবায় ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ      

তৃণমূল কংগ্রেসের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে সমবায় ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

কল্যাণ দত্ত : তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোড়কোণা বাজারে, কেন্দ্রীয় সরকারের  সমবায় ব্যাংক বেসরকারিকরণ এর বিরুদ্ধে  অবস্থান বিক্ষোভ করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত বলেন, "কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার আওতায় সমবায় ব্যাংক বেসরকারিকরনের প্রতিবাদ কর্মসূচি হিসেবে আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। একই সাথে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর আওতায় সমস্ত সমবায় ব্যাংকের ক্ষমতা রাজ্য সরকারের হাতে থাকে। কিন্তু কেন্দ্র সরকার তাতে হস্তক্ষেপ করে রাজ্য সরকারের হাত থেকে নিজের আওতায় নেওয়ার চক্রান্ত করছে। এটা আমরা কখনোই মেনে নেবোনা। কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন লাগাতার চলবে"। এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত ছাড়াও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস নেত্রী ঝর্ণা পাল, কৈয়র গ্রাম পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তী (দলুই ), উপপ্রধান শাজাহান মন্ডল, তৃণমূল কংগ্রেস নেতা জীবন ভট্টাচার্য, সফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মী সমর্থকরা।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন