Telegram Group Join Now
WhatsApp Group Join Now

মধ্যবিত্তদের জন্য বড়সড় সুখবর, একধাক্কায় অনেকটাই কমে গেলো সোনার দাম

মধ্যবিত্তদের জন্য বড়সড় সুখবর, একধাক্কায় অনেকটাই কমে গেলো সোনার দাম

নিউজ ডেস্ক : যতই দিন যাচ্ছে সোনার দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। আকাশছোঁয়া সোনার দাম এর জন্য মধ্যবিত্তদের সোনার দোকানে যেতেই একপ্রকার ভীতি ধরে গেছে। তাই তারা ইচ্ছে থাকলেও সোনার জিনিস কিনে নিজেদের ইচ্ছেপূরণ করতে ব্যর্থ। সোনার দাম দিন দিন বাড়ার কারণ হল, ভারতে প্রয়োজনীয় সোনা দেশ থেকে জোগান দিতে না পারায় বেশিরভাগ সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়। যার ফলে বিশ্ব বাজারে দামের পরিবর্তনের সাথে বদলে যায় ঘরোয়া বাজারে সোনার দাম। এছাড়া সোনার দাম বৃদ্ধির আর একটি কারণ কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত আমদানি শুল্ক।

মাসের শুরুতেই সোনার দাম কিছুটা নিম্নমুখী। সোনার দাম নিম্নমুখী হওয়ায় একধারে গ্রাহকরা যেমন খুশি অন্যদিকে বিনিয়োগকারীরা পড়েছেন দুশ্চিন্তায়। এই নিয়ে টানা ৪ দিন দাম কমলো সোনার। জানা গেছে, আজ কলকাতা ছাড়াও দেশের অন্যান্য শহরগুলিতেও সোনার দাম নিম্নমুখী। আজ Mcx গোল্ড ফিচার্স ০.০১% কমে যাওয়ায় দাম কমেছে সোনার। আজ সকালে ১০ গ্রাম সোনার দাম ৪৮,৮৭২ টাকায় দাঁড়িয়েছে। আজ কলকাতায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম এবং প্রতি ১০ গ্রামে ২২ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৯,৬৬০ টাকা এবং ৪৮,০৮০ টাকা।

কলকাতার পাশাপাশি দেশের অন্য শহরগুলিতেও দাম কমেছে সোনার। দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোরে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,৯০০ টাকা, ৪৯,০০০ টাকা, ৫১,২০০ টাকা, ৫০,৪৪০ টাকা। অন্যদিকে দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোরে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৭,৭০০ টাকা, ৪৮,০০০ টাকা, ৪৬,৯২০ টাকা এবং ৪৬,২২০ টাকা। আজ সোনার দাম কিছুটা কমলেও গতকালের তুলনায় আজ রুপোর দাম বেড়েছে। কলকাতায় আজ প্রতি কেজি রুপোর দাম ৫১,২১৭ টাকা।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now