স্পোর্টিং রাইটস ফিরছে ইস্টবেঙ্গলে

স্পোর্টিং রাইটস ফিরছে ইস্টবেঙ্গলে

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: বিদায়ি বিনিয়োগ সংস্থার পাঠানো প্রস্তাবে সই করে পাঠিয়ে দিল ইস্টবেঙ্গল । বৃহস্পতিবার সন্ধেয় ইস্টবেঙ্গলের বোর্ড অফ ডিরেক্টরসের চার সদস্য- ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং সৈকত গঙ্গোপাধ্যায় ক্লাবে গিয়ে বিদায়ি বিনিয়োগকারীর পাঠানো প্রস্তাবে সম্মতি সূচক সই করে দিয়েছেন বলে খবর । আটজন ডিরেক্টরকে নিয়ে তৈরি বোর্ড অফ ডিরেক্টরসের এই চার জন ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেন । ফলে এবার স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ফিরে আসা সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে । বিদায়ি বিনিয়োগকারীর চেয়ারম্যান অজিত আইজ়্যাকের সঙ্গে বুধবার ইস্টবেঙ্গলের দুই কর্তা দেবব্রত সরকার এবং সৈকত গঙ্গোপাধ্যায়ের কথা হয়েছে বলে খবর । তারপরই জট খোলার প্রক্রিয়া সহজ হয় । তবে প্রস্তাবে স্বাক্ষর করার জন্য ইস্টবেঙ্গলের কাছ থেকে বিদায়ি বিনিয়োগকারী সংস্থা কোনও অর্থ নিয়েছে কি না তা এখনও পরিষ্কার নয় । দুই পক্ষই যে দীর্ঘ আলোচনা এবং আইনি পথ দেখার পরে সমঝোতার পথ বেছেছে তা স্পষ্ট ।

বিদায়ি বিনিয়োগকারীর কাছ থেকে জট কাটার ইঙ্গিত মিলতেই বৈঠকে বসেছিলেন লাল হলুদ কর্তারা । মঙ্গলবার কর্তারা নিজেদের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবিস্তারে কথা বলেছিলেন । সেখানে বিদায়ি বিনিয়োগকারী সংস্থার পাঠানো প্রস্তাবে আইনি প্যাঁচ খতিয়ে দেখার চেষ্টা করা হয় । প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, বিনিয়োগ সংস্থার কাছ থেকে যে বকেয়া অর্থ ক্লাব দাবি করেছিল তা ছাড়া হবে । তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক দেখে নেওয়া হবে বলেও ঠিক করা হয়েছিল বৈঠকে । বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত হয়েছিল । যে পদক্ষেপই নেওয়া হোক না কেন তা দ্রুত করার কথাও বলা হয়েছিল ।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন