ঝাড়খন্ডে মাওবাদী হামলা , পুলিশের ১২ টি কোয়ার্টারে আইডি বিস্ফোরণ
নিউজ ডেস্ক : করোনা আবহের মধ্যে মাওবাদীদের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তার সাক্ষী থাকল রবিবার ঝাড়খণ্ডের সিংভূম জেলার বেরকালা এলাকা। রবিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় পুলিশের ১২টি ভবন ওড়াল মাওবাদীরা। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ইন্দ্রজিৎ মাহাতোর বয়ান অনুযায়ী, বেরকালা এলাকার এই পুলিশ কোয়ার্টারে একদল মাওবাদী ঢুকে পড়ে শনিবার দুপুরে। অস্ত্র দেখিয়ে ওই ভবনগুলিতে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের এলাকা খালি করতে বলা হয়। এরপরই আইআইডি বিস্ফোরণে ১২ টি কোয়ার্টার উড়িয়ে দেয় মাওবাদীরা। যদিও একজনও মাওবাদী গ্রেফতার করতে পারেননি পুলিশ। বেরকালার বন জুড়ে মাওবাদীদের খোঁজে চিরুনী তল্লাশি চলছে। এবিষয়ে পুলিশ সুপারের জানিয়েছেন, “আমাদের প্রাথমিক তদন্ত বলছে বেশ আটঘাঁট বেঁধেই এসেছিল এই মাওবাদীরা। রাস্তায় গাছ কেটে আমাদের যাতায়াতের পথও রুদ্ধ করেছে ওরা।”
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)