মোদীর দেখানো পথই দলকে এগিয়ে নিয়ে যাবে,বললেন নাড্ডা
নিজস্ব প্রতিনিধিঃ করোনা সংক্রমণ রুখতে আপনি যে ভাবে দেশকে দিশা দেখিয়েছেন সেটা সারা বিশ্বের কাছে একটা উদাহরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বলে প্রশংসা করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রাসাদ নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এক ভার্চুয়াল বৈঠকে বসেন দলের কার্যকরতা ও কর্মীদের সঙ্গে। এই অনুষ্ঠানে জগৎ প্রাসাদ নাড্ডা এই মন্তব্য করেন।
তিনি বলেন, “করোনা সংক্রমণের শুরু থেকে যে সহানুভুতি নিয়ে আপনি পরিস্থিতি মোকাবিলা করে চলেছেন তাতে সমাজের সব রকমের মানুষের উপকার হয়েছে। বিজেপি দল আপনার এই প্রয়াসে প্রেরণা পেয়েছে। প্রতিদিন নতুন নতুন সমস্যা আসছে। আপনি সবটাই সমাধান করে চলেছেন অসীম ধৈর্যের সঙ্গে। হেল্প লাইন সেন্টারের মাধ্যমে বিপন্ন মানুষ এই সুবিধা পাচ্ছেন। উপজাতি এলাকায় এই হেল্প লাইনের মাধ্যমে আমাদের কার্যকর্তারা দুস্থদের মধ্যে খাবার পৌঁছে দিয়েছে ও কাজের ব্যবস্থা করেছেন। পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করেছে আমাদের দলের কার্যকর্তারা। রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ,হরিয়ানা, চন্ডিগড় সর্বত্র সমদৃষ্টিতে পরিযায়ী শ্রমিকদের পাশে আমাদের দল দাঁড়িয়েছে। এমন কি যাদের বাড়িতে ওষুধ নেই, যাদের দেখার কেউ নেই, আমাদের দলের ৩ লক্ষ ৯০ হাজার কার্যকর্তা তাদের পাশে দাঁড়িয়েছে।আপনার দেখান পথে আমরা এগিয়ে যেতে পারব।”
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।