WhatsApp Channel Join Now
Google News Follow Now


বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন রাশিয়ার হাতে? রইল সত্যিটা



বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন রাশিয়ার হাতে? রইল সত্যিটা




 নিউজ ডেস্ক : রবিবার বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের মানব ট্রায়াল সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করার দাবি করে রাশিয়া। সংবাদসংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাতকারে ইনস্টিটিউট ফর ট্রানজাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির ডিরেক্টর ভাদিম টারাসোভ জানান, মানব ট্রায়ালের স্বেচ্ছাসেবকদের প্রথম গ্রুপকে বুধবার ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয় গ্রুপকে ছাড়া হবে ২০শে জুলাই।




১৮ই জুন এই বিশ্ববিদ্যালয় মানব ট্রায়াল শুরু করেছিল। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি করা করোনা ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করা হয়। সেই ভ্যাকসিনেই সাফল্য মিলেছে প্রাথমিক পর্যায়ে বলে দাবি করে স্কেনোভ বিশ্ববিদ্যালয়। তবে বাস্তবটা একটু অন্যরকম।




বিশেষজ্ঞরা মোটেও রাশিয়ার এই দাবিকে মানতে রাজী নন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে ভ্যাকসিন রাশিয়ার বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, তা প্রথম পর্যায়ে সফল হয়েছে। এখনও ট্রায়াল বাকি। অন্তত ৩-৪টি ট্রায়ালে সাফল্য না আসলে সেই ভ্যাকসিন কার্যকরী কিনা বোঝা বা বলা যাবে না।




সেক্ষেত্রে এত দ্রুত কোনও সিদ্ধান্তে এসে পৌঁছনো উচিত নয়। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ২১টি ভ্যাকসিনকে সম্ভাব্য কার্যকরী ভ্যাকসিনের তালিকায় রেখেছে, তার মধ্যে এই ভ্যাকসিনের নাম নেই। রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ও চিনা ফার্ম সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন। হু জানাচ্ছে স্কেনোভ বিশ্ববিদ্যালয় মাত্র ৪০ জন স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা করেছে।




কিন্তু গাইডলাইন বলছে, অন্তত ১০০ জনের ওপর চালাতে হবে পরীক্ষানিরীক্ষা। তবেই রেজাল্টকে বাস্তবসম্মত বলে ধরা হবে। তাই রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের এই ভ্যাকসিন প্রাথমিক স্তরে রয়েছে বলে দাবি করেছে হু।




ইনস্টিটিউট অফ মেডিকাল প্যারাসাইটোলজির ডিরেক্টর আলেকজান্ডার লুকাসেভ জানানএই সমীক্ষার ফল সাফল্য আনবে। সমগ্র মানব জাতিকে বাঁচাবে বলে তাঁর আশা। লুকাসেভ জানান এই করোনা ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ।




আপাতত যে কয়েকটি ভ্যাকসিনের ওপর কাজ চলছে, তার মধ্যে সর্বাধিক নিরাপদ এই ভ্যাকসিন, তা বলাই যায়। রবিবার রাশিয়া দাবি করে বিশ্বে এই প্রথম কোনও করোনা ভ্যাকসিন প্রতিটি মানব ট্রায়াল পাশ করল সাফল্যের সাথে।




ক্লিনিক্যাল ট্রায়ালের প্রতিটি ধাপই সফলতার সাথে পেরিয়ে গিয়েছে রাশিয়ার মস্কো স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন। তবে তাঁদের এই দাবি নিয়েই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন