টেস্ট হেরে সমালোচিত অধিনায়ক স্টোকস
নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট হেরে সমালোচিত ইংল্যান্ডের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন বেন স্টোকস৷ তবে তিনি পরিষ্কার জানিয়ে দেন অধিনায়কত্ব তাঁর খেলায় কোনও প্রভাব ফেলেনি৷গত দু’ দশকে এ নিয়ে দ্বিতীয়বার! রবিবার সাউদাম্পটনে ইংরেজদের হারিয়ে গত ২০ বছরে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্ট জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ৷ সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷
করোনা ভাইরাস নামক অতিমহামারীর কারণে প্রায় চার মাস বন্ধ ছিল বাইশ গজের লড়াই৷ কিন্তু শেষ পর্যন্ত ৮ জুলাই থেকে বায়ো সিকিওর পরিবেশে আইসিসি-র নতুন গাইডলাইনে টেস্ট ম্যাচ খেলতে নামে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে শুরু করেছিল ক্যারিবিয়ানরা৷ কিন্তু সেখান থেকে ম্যাচের শেষ দিন দুরন্ত জয় ছিনিয়ে নেয় জেসন হোল্ডারের দল৷
ম্যাচের পরে, অনেকেই বলেছেন যে স্টোকস সম্ভবত দ্বিতীয় ইনিংসে নিজেকে আন্ডার বোলিং করেছেন৷ কিন্তু ইংরেজ অল-রাউন্ডার স্পষ্ট করে দেন যে, অধিনায়কত্ব তাঁকে খেলোয়াড় হিসেবে বদলে দেয়নি। স্টোকস বলেন, ‘জো রুট না-থাকায় আমি এই সপ্তাহে আমার যে ভূমিকা (অধিনায়কত্ব) খেলতে হয়েছিল তা আমি পুরোপুরি উপভোগ করেছি। কিছুক্ষণ আগে আমি দলের নেতৃত্বের বিষয়ে জানতে পেরেছিলাম, তাই সুযোগের অপেক্ষায় ছিলাম৷’
তিনি আরও বলেন, ‘আমি দলকে নেতৃত্ব দেওয়ার ও সেখানে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটি সত্যিই উপভোগ করেছি। ক্যাপ্টেনসি আমাকে যা কিছু খেলোয়াড় হিসেবে বদলে দেয়নি৷ যখন আমার হাতে বল ছিল, আমি আমার মতো সবসময় একইভাবে বল করতাম।’
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)