বিজেপি সাংসদ জন বারলাকে প্রাণনাশের হুমকি, শুন্যে গুলি
নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার : তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে বাগান ছাড়তে বাধ্য করা হয়েছে।বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বীরপাড়া থানায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে নয়জন তৃণমূল সমর্থকের বিরুদ্ধে এফআইআর করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা।শুধু তাই নয় প্রাথমিক অবস্থায় পুলিশ সাংসদের ওই এফআইআর জমা নিতে চায়নি বলেও অভিযোগ করেছে বিজেপি।বুধবার বিকেলে মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে সঙ্গে নিয়ে দলমোড় চা বাগানের বাঁশবাড়ি শ্রমিক মহল্লায় যান সাংসদ জন বার্লা।অভিযোগ তখনই আগ্নেয়াস্ত্রধারী তৃণমূল দুস্কৃতিরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ছাড়ার শাসানি দেয়।তাতে কাজ না হওয়ায় ওই দুস্কৃতিরা শূন্যে গুলি চালিয়ে বিজেপি সাংসদ ও বিধায়ককে এলাকা ছাড়তে বাধ্য করে সাংসদ জন বার্লার অভিযোগ "যে ভাবে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে আমাদের দলমোড় চা বাগান ছাড়তে বাধ্য করা হয়েছে তাতে প্রাণনাশের সম্ভাবনা তৈরি হয়েছিল।" এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানান এই ঘটনা সাথে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জড়িত নেই।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)