মোহনবাগান-এটিকে বোর্ড অব ডিরেক্টর্সে ঢুকছেন সৌরভ, চেয়ারম‌্যান হচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা



মোহনবাগান-এটিকে বোর্ড অব ডিরেক্টর্সে ঢুকছেন সৌরভ, চেয়ারম‌্যান হচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা




 নিউজ ডেস্ক: এটিকে-মোহনবাগান বোর্ড অব ডিরেক্টর্সে সরাসরি আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে বোর্ডের চেয়ারম‌্যান হয়ে আসছেন সঞ্জীব গোয়েঙ্কা। এতদিন শোনা যাচ্ছিল সৌরভ এই বোর্ডে নাও আসতে পারেন। বর্তমান পরিচালকমণ্ডলীতে তিনি ছিলেন ব্র্যান্ড অ‌্যাম্বাসাডর হয়ে। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, সৌরভকে বোর্ড অব ডিরেক্টর্সে রাখা হচ্ছে। শুধু তাই নয়, ১০ তারিখে প্রথম বোর্ড অব ডিরেক্টর্সের সভা বসছে। যদিও সেই সভা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সেই সভাতেও তিনি উপস্থিত থাকবেন। নানান পরামর্শ থাকবে কলকাতা মহারাজের।   




আসলে সৌরভ বোর্ড অব ডিরেক্টর্সে ঢুকে যাওয়ায় ব্যাপারটা অন্য মাত্রা নিচ্ছে তা নিঃসন্দেহে বলা যায়। কারণ সৌরভ হলেন বাংলার অন্যতম মুখ। তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। সেই সূত্রে তিনি এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেডের (ATK-Mohun Bagan Pvt. Ltd.) বোর্ডে চলে আসায় এর গভীরতা অনেকটা বেড়ে গেল বলে মনে করছে ক্রীড়া মহল। উল্লেখ্য, এটিকে-মোহনবাগানের পাঁচ জন ডিরেক্টরের নাম ঘোষণা করা হয়েছে।  তাঁরা হলেন উৎসব পারেখ, সৃঞ্জয় বোস (Srinjoy Bose), দেবাশিস দত্ত, গৌতম রায় এবং সঞ্জীব মেহেরা। মোহনবাগানের তরফে দু’জন এবং এটিকের তরফে তিনজন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। এবার আরও দু’জন ডিরেক্টরের নাম জানা গেল। 




শুধু সৌরভ নন, নতুন বোর্ডের শীর্ষপদে আসতে চলেছেন সঞ্জীব গোয়েঙ্কাও। এতদিন তিনি ছিলেন কোম্পানির কর্ণধার ঠিকই। কিন্তু বোর্ড অব ডিরক্টর্সে ছিলেন না। তিনি বাইরে থেকে সবকিছু পরিচালনা 


করতেন। বোর্ড অব ডিরক্টর্সের শীর্ষে আসবেন বলে তিনি নাকি সম্মতি দিয়েছেন। আসলে মোহনবাগানের সঙ্গে তাঁর একপ্রকার নাড়ির টান রয়েছে। তাঁর বাবা ছিলেন মোহনবাগানের সদস্য। ছোট বয়সে দু’একবার বাবার হাত ধরে মোহনবাগান মাঠে এসে তিনি নিজে খেলা দেখেছেন। তাই তাঁর কাছে মোহনবাগান হল একটা আবেগ। সেই আবেগকে দূরে সরিয়ে থাকতে পারেননি। তাই তিনিও থাকছেন।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন