কোভিড মোকাবিলায় বাংলার জন্য ৪২ হাজার লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের



কোভিড মোকাবিলায় বাংলার জন্য ৪২ হাজার লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের




 নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির সঙ্গে দোসর আমফান দুর্যোগ। দুই ফলায় বিদ্ধ বাংলা। রাজ্যের কোষাগার প্রায় শূন্য। এই অবস্থায় রাজ্যকে স্বস্তি দিয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। বাংলার জন্য প্রায় ৪২ হাজার লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) টুইট করে জানিয়েছেন, দেশের ১৪টি রাজ্যের জন্য কেন্দ্র ৬,১৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে। তার মধ্যে বাংলার জন্য বরাদ্দ ৪১ হাজার ৭৭৫ লক্ষ টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে।




উল্লেখ্য, করোনা পরিস্থিতি এবং লকডাউনের জেরে রাজ্যগুলির আয় তলানিতে এসে ঠেকেছে। সরকারি কোষাগার প্রায় শূন্য। করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি রাজ্যেরই স্বাস্থ্যখাতে কয়েক গুণ বেড়ে গিয়েছে। শিল্প-কলকারখানা বন্ধ থাকায় রাজস্ব আদায়ও প্রায় বন্ধ। আরও জটিল পরিস্থিতি বাংলায়। করোনার সঙ্গে দোসর হয়েছিল ঘূর্ণিঝড় আমফান। আমফানের তাণ্ডবে রাজ্যের একাধিক জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্র প্রাথমিকভাবে রাজ্যকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করে। কিন্তু সেটা যথেষ্ট নয় বলে জানিয়েছে রাজ্য।




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার বলেছেন, কোভিড মোকাবিলায় কেন্দ্র অর্থ দিয়ে সাহায্য করছে। পুরোটাই রাজ্যের কোষাগার থেকে থেকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে আবার বিরোধী বিজেপিও পালটা কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে জানান, ‘করোনা পরিস্থিতির মোকাবিলায় এই অর্থ দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতির মোকবিলায় এটা সহায়ক হবে।’ প্রসঙ্গত, দেশের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখতে নির্মলা সীতারমণ-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মূলত, ‘আত্মনির্ভর ভারত’ তৈরির জন্য রোডম্যাপ অনুযায়ীই সমস্ত পদক্ষেপ করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রের একটাই লক্ষ্য, করোনা থাবায় বিপর্যস্ত অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করা। সেই কাজের কতটা অগ্রগতি হয়েছে, বুধবার তারই রিভিউ বৈঠক করেন প্রধানমন্ত্রী।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন