রিয়ালের উৎসবের রাতেই বিদায় বার্সা
স্পোর্টস ডেস্ক: বাকি ছিল মাত্র দুই লেগ। পিছিয়ে ছিল ৪ পয়েন্টে। তাই লা-লিগার খেতাব জিততে হলে, বৃহস্পতিবার বার্সেলোনাকে অবশ্যই জিততে হত ওসাসুনার বিপক্ষে। একই সঙ্গে হারতে হত রিয়াল মাদ্রিদকে। কিন্তু ঘটল তার উল্টোটাই। রিয়াল মাদ্রিদ ঠিকই জয় তুলে নিয়েছে। আর হেরেছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সা। ম্যাচের প্রথমার্ধেই ওসাসুনার বিপক্ষে পিছিয়ে পড়ে ১-০ গোলে। এই গোলটি করেছেন জোসে আর্নাইজ। যিনি ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সায় ছিলেন। এরপর চলে আসেন লেগানসে। সেখান থেকে ২০২০ সালে চলে আসেন ওসাসুনায়। সেই তারকার গোলেই এখন এগিয়ে দলটি।
প্রথমার্ধে গোল পেতে পারত বার্সেলোনাও। কিন্তু মেসির ফ্রিকিক সরাসরি গিয়ে ক্রসবারে লাগলে সুযোগ হাতছাড়া হয় বার্সার। বিরতি পর্যন্ত ১-০ গোলেই পিছিয়ে থাকে বার্সা। তবে বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে লিওনেল মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরমধ্যেই ম্যাচের ৭৫ মিনিটে লাল কার্ড দেখে ওসাসুনার এনরিক। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু সেই দশ জনের দল হয়েও বার্সাকে ঠিকই হারিয়ে দেয় ওসাসুনা। ম্যাচের অতিরিক্ত সময়ে রবার্তো তোরেসের গোলে বার্সাকে হারিয়েই মাঠ ছাড়ে ওসাসুনা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)