আজ রাজ্যে সম্পূর্ণ লকডাউন, কী খোলা থাকছে আর কোনটা বন্ধ একনজরে





আজ রাজ্যে সম্পূর্ণ লকডাউন, কী খোলা থাকছে আর কোনটা বন্ধ একনজরে







নিউজ ডেস্ক: সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্যে আপাতত তিন দিন লকডাউনের ঘোষণা করা হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার ও ২৫ জুলাই শনিবার এবং আগামী সপ্তাহের বুধবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যে লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে।




এক নজরে দেখে নিন লকডাউনে কী কী ছাড় পাওয়া যাবে-




#লকডাউনের দিন সরকারি-বেসরকারি অফিস, পরিবহণ ব্যবস্থা সহ সমস্ত কিছুই বন্ধ থাকবে পুরোপুরি।




#তবে লকডাউনে যেসমস্ত জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে তার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিয়ে বেসরকারি এবং ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করা যাবে।




#ওষুধের দোকান খোলা থাকবে৷




#আইনশৃঙ্খলার ক্ষেত্রে ছাড় রয়েছে। আদালত, সংশোধনাগারে পরিষেবা ও দমকল লকডাউনের বাইরে রাখা হয়েছে।




#বিদ্যুৎ, জল, জঞ্জালের অপসারণের মত জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে৷




#ই-কমার্সকে ছাড় দেওয়া হয়েছে।




#একটানা উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে বাধ্য যেসব শিল্প ও গৃহশিল্প তাদের কাজের অনুমতি মিলেছে।




#রাজ্যের ভিতরে ও আন্তরাজ্য পরিবহণে ছাড় রয়েছে।




#কৃষিকাজ ও চা বাগান খোলা থাকবে




#মুদ্রণ ও বৈদ্যুতিন সংবাদমাধ্যম লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।




#রান্না করা খাবারের হোম ডেলিভারিকেও লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।




#অন্যদিকে লকডাউনের ঘোষিত দিনগুলিতে বাংলায় বন্ধ থাকবে পোষ্ট অফিস৷ বন্ধ রাখা হবে ব্যাংকও৷ এছাড়া দোকান বাজার৷ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না৷





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।





নবীনতর পূর্বতন