উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ (Check Now) | WBCHSE HS Class 12 Result 2022
এখন বাংলা নিউজ ডেস্ক : কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ রাজ্যে শেষ হলো ২০২২ উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক / দ্বাদশ শ্রেণির পরীক্ষায় যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের সকলেই উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ কবে প্রকাশিত হবে? সেটি নিয়ে চিন্তিত।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সদস্যরা পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত করে থাকেন। সকলেই অনলাইনে রেজাল্ট চেক করতে পারবেন।
উচ্চমাধ্যমিক ফলাফল কবে প্রকাশিত হবে? এবিষয়ে বাংলা সংবাদমাধ্যমগুলির মাধ্যমে অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে ১০ই জুন ২০২২ তারিখে। সকাল ১০টার সময় অনলাইনে রেজাল্ট দেখা যাবে। নিম্নে আমরা বিস্তারিত বলেছি।
পর্ষদ এটাও জানিয়েছে অফিসিয়াল নোটিসের মাধ্যমে, সেটি হলো- উচ্চমাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট সংগ্রহ করতে পরীক্ষার্থীদের/ পিতা মাতা স্কুলে যেতে হবে। ১০ই জুন থেকেই এগুলি স্কুলে স্কুলে দেওয়া শুরু হয়ে যাবে।
সবার আগে রেজাল্ট দেখতে রেজাল্ট প্রকাশের দিন সকাল ১০টার দিকে Google-এ ছাত্রছাত্রীরা "WB HS Result 2022 Bhugol Shiksha / উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ " লিখে সার্চ করলে বিস্তারিত জানতে পারবে। অথবা BhugolShiksha.com ওয়েবসাইট দেখ।
✔ রেজাল্ট দেখার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। Website: wbresults.nic.in
✔ এই ওয়েবসাইটে প্রবেশ করলে "Latest Announcement" অংশে লেখা "Higher Secondary (HS) Results- Year 2022" লিঙ্কে ক্লিক করতে হবে।
✔ ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে সেখানে সামান্য কিছু তথ্য জানতে চাওয়া হবে রেজাল্ট দেখার জন্য। জন্মতারিখ ও Reg. নং দিতে হবে।
✔ জন্মতারিখ লেখার সময় মনে রাখতে হবে জন্মতারিখ যেনো 'তারিখ/মাস/বছর' ফরম্যাটে লেখা হয়। না হলে রেজাল্ট দেখাবে না।
✔ এরপরে 'Submit' বাটনে ক্লিক করলেই উচ্চমাধ্যমিক 2022 রেজাল্ট দেখা যাবে।
✔ কোন বিষয়ে কতো নম্বর,মোট কতো নম্বর হয়েছে সমস্ত কিছু ডিজিটাল মার্কসীটের মতো দেখাবে। নিজেদের সুবিধার্থে স্ক্রিনশট তুলে রাখা যেতে পারে।
আরোও পড়ুন ৮ টাকা করে বিনিয়োগে মিলবে ১৭ লক্ষ টাকা! গ্রাহকদের জন্য দারুণ স্কিম LIC-র
আরোও পড়ুন প্রতি মাসে ৪৪ হাজার টাকা আয় করতে চাইলে, স্ত্রীর নামে খুলুল এই অ্যাকাউন্ট
উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ (Check Now) | WBCHSE HS Class 12 Result 2022 | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ (Check Now) | WBCHSE HS Class 12 Result 2022 " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের ফেসবুক পেজটি ( এখন বাংলা ) ফলো করুন, ধন্যবাদ।