PRIMARY TEACHER RECRUITMENT : প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের
এখন বাংলা নিউজ ডেস্ক : প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্ত চন্দন মণ্ডল অর্থাৎ রঞ্জনকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আদালতের নির্দেশ, আগামী ১৫ জুন মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে।
২০১৪ সালের প্রাথমিকে ফেল করেও অনেকে চাকরি পেয়েছেন, এই অভিযোগে কলকাতা হাই কোর্টে সম্প্রতি মামলা করেছেন সৌমেন নন্দী। আবেদনকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য শোনার পরে মঙ্গলবার জরুরি মামলার অনুমতি দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। মঙ্গলবার শুনানি-পর্বে আইনজীবী ফিরদৌস অভিযোগ করেন, ২০১৪-র প্রাথমিকে ৮৬ জন ফেল করা পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন।
আরোও পড়ুন উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ (Check Now) | WBCHSE HS Class 12 Result 2022
আরোও পড়ুন ৮ টাকা করে বিনিয়োগে মিলবে ১৭ লক্ষ টাকা! গ্রাহকদের জন্য দারুণ স্কিম LIC-র
আরোও পড়ুন প্রতি মাসে ৪৪ হাজার টাকা আয় করতে চাইলে, স্ত্রীর নামে খুলুল এই অ্যাকাউন্ট
PRIMARY TEACHER RECRUITMENT : প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " PRIMARY TEACHER RECRUITMENT : প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের ফেসবুক পেজটি ( এখন বাংলা ) ফলো করুন, ধন্যবাদ।