মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | Madhyamik Physical Science Suggestion 2023

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | Madhyamik Physical Science Suggestion 2023


মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | Madhyamik Physical Science Suggestion 2023 : Madhyamik Physical Science Suggestion 2023 | West Bengal Class 10 Physical Science Suggestion 2023 | মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ পশ্চিমবঙ্গ মাধ‍্যমিক পরীক্ষার সাজেশন ২০২৩ (West Bengal Madhyamik Class 10th Physical Science Suggestion 2023) উপরে দেওয়া হয়েছে। এই পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ এর প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ।


রাজ্য

পশ্চিমবঙ্গ

বোর্ড

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ

পরীক্ষা

মাধ্যমিক 

সাল

২০২৩

ক্লাস

দশম শ্রেণী

বিষয়

ভৌত বিজ্ঞান

সাজেশন

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩


মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | Madhyamik Physical Science Suggestion 2023

Madhyamik Physical Science Suggestion 2023 | পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়) :


Madhyamik Physical Science Suggestion 2023 | পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো।


1. জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। 


2. বায়োমাস বা জীবভর বলতে কী বোঝো? এটি কী কাজে ব্যবহার করা হয়?


3. কোনাে স্থানের বায়ুর উয়তার তারতম্যের কারণ হিসাবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করাে।


4. গ্রিনহাউস গ্যাস কাকে বলে ? কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।


5. ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠলে বায়ুর চাপের কী পরিবর্তন হয় তা কারণসহ উল্লেখ করো।


6. স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও।


7. কী কী কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয় ?


Madhyamik Physical Science Suggestion 2023 | গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) :


Madhyamik Physical Science Suggestion 2023 | গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো।


1. অ্যাভোগাড্রোর প্রকল্পকে সূত্র বলার তাৎপর্য কী?


2. অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো।


3. কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন?


4. গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো?


5. গে-লুসাকের চাপের সূত্রটি লেখো।


6. 76 সেমি চাপে 27°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 200 সিসি। তাপমাত্রা স্থির রেখে চাপে 38 সেমি করলে গ্যাসের আয়তন কত হবে?


7. চার্লসের সূত্র থেকে পরম শূন্যের মান নির্ণয় করো।


8. বয়েলেব সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো।


9. বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কী?


10. পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন তার আয়তন বেড়ে যায় কেন?


Madhyamik Physical Science Suggestion 2023 | রাসায়নিক গণনা (তৃতীয় অধ্যায়) :


Madhyamik Physical Science Suggestion 2023 | রাসায়নিক গণনা (তৃতীয় অধ্যায়) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো।


1. রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয়--ব্যাখ্যা করাে।


2. গ্রাম-পারমাণবিক ভর কী? উদাহরণসহ লেখাে।


3. C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও।


4. পারমাণবিক ভর বলতে কী বোঝায় ?


5. রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয় কীনা তা একটি পরীক্ষার সাহায্যে বর্ণনা করাে।


Madhyamik Physical Science Suggestion 2023 | তাপের ঘটনাসমূহ (চতুর্থ অধ্যায়) :


Madhyamik Physical Science Suggestion 2023 | তাপের ঘটনাসমূহ (চতুর্থ অধ্যায়) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো।


1. প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও।


2. ধাতব স্কেল সকল উষ্ণতা সঠিক পাঠ দেয় না— ব্যাখ্যা করো।


3. কঠিনের প্রসারণ ও তরলের প্রসারণের পার্থক্য লেখো।


4. গোরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো হয় কীভাবে?


5. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো।


6. তরলের আপাত প্ৰসারণ গুণাঙ্ক আছে, গ্যাসের ক্ষেত্রে ওইগুণাঙ্ক নেই কেন?


7. তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুইপ্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন?


Madhyamik Physical Science Suggestion 2023 | আলো (পঞ্চম অধ্যায়) :


Madhyamik Physical Science Suggestion 2023 এর জন্য আলো (পঞ্চম অধ্যায়) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো।


1. আলোর বিক্ষেপণ কাকে বলে?


2. তরঙ্গদৈর্ঘ্যের সংজ্ঞা দাও।


3. ফোকাস কাকে বলে?


4. আলোর প্রতিসরণ কাকে বলে?


5. প্রতিসরণ ও প্রতিসারক কোণ কাকে বলে?


6. কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝো ?


7. স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিছুরণের ব্যাখ্যা দাও।


8. অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।


9. একটি একবণী আলোক রশ্মিগুচ্ছ শূন্যস্থান থেকে  প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে প্রতিসৃত হল। আপতিত তরঙ্গদৈর্ঘ্য ও প্রতিসৃত তরঙ্গগদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কীরূপ?


10. প্রতিসরাংক কাকে বলে?


Madhyamik Physical Science Suggestion 2023 | চলতড়িৎ (ষষ্ঠ অধ্যায়) :


Madhyamik Physical Science Suggestion 2023 | চলতড়িৎ (ষষ্ঠ অধ্যায়) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো।


1. কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো।


2. বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়?


3. তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বলতে কী বোঝো ?


4. শর্ট সার্কিট’ বলতে কী বোঝো ?


5. ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?


6. কিলোওয়াট-ঘন্টা (KWh) বা BOT একক কাকে বলে?


7. একটি ধাতব তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে তারের দুই প্রান্তের বিভবপ্রভেদ দ্বিগুণ করা হলে তারে উৎপন্ন তাপের কী পরিবর্তন হবে?


8. পরিবাহীর রোধ, প্রথচ্ছেদ ও দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।


9. কোশের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?


10. ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো।


Madhyamik Physical Science Suggestion 2023 | পরমাণুর নিউক্লিয়াস (সপ্তম অধ্যায়) :


Madhyamik Physical Science Suggestion 2023 | পরমাণুর নিউক্লিয়াস (সপ্তম অধ্যায়) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো।


1. লিথিয়াম হাইড্রাইড অণুর গঠন বর্ণনা করো।


2. A, B এবং C মৌলের পরমাণু ক্ৰমাঙ্ক যথাক্রমে 17, 1৪ এবং 20। এদের মধ্যে কোনটি ধাতু এবং কোনটি অধাতু ?


3. A মৌলটির পরমাণুক্রমাঙ্ক 12, পর্যায়-সারণিতে মৌলটির অবস্থান নির্ণয় করো।


4. ইলেকট্রন বিন্যাসসহ শ্রেণি-18-এর প্রধান তিনটি মৌলের নাম লেখো ?


5. আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।


6. হাইড্রোজেন সালফাইডের একটি বিজারণ ধর্মের উদাহরণ দাও।


7. রুপোর তৈরি জিনিস পুরোনো হলে কালো হয়ে যায় কেন ?


8. অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় কী কী পদার্থ উৎপন্ন হয় ? বিক্রিয়ার সমীকরণ দাও।


9. হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন ?


10. অ্যালুমিনিয়াম অক্সাইড অণুর গঠন বর্ণনা করো।


Madhyamik Physical Science Suggestion 2023 PDF Download

"মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ সম্পূর্ণ পিডিফ ফরম্যাটে আছে"

File Details : 

File Name : Madhyamik Physical Science Suggestion 2023 |  মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩

File Format : PDF

Price : FREE

Click Here to Download


মাধ্যমিক সাজেশন ২০২৩ | Madhyamik Suggestion 2023

আরোও পড়ুন

Madhyamik Bengali Suggestion 2023 Click Here


আরোও পড়ুন

Madhyamik English Suggestion 2023 Click Here


আরোও পড়ুন

Madhyamik Geography Suggestion 2023 Click Here


আরোও পড়ুন

Madhyamik History Suggestion 2023 Click Here


আরোও পড়ুন

Madhyamik Life Science Suggestion 2023 Click Here


আরোও পড়ুন

Madhyamik Mathematics Suggestion 2023 Click Here


আরোও পড়ুন

Madhyamik Physical Science Suggestion 2023 Click Here



মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | Madhyamik Physical Science Suggestion 2023 | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | Madhyamik Physical Science Suggestion 2023 " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের ফেসবুক পেজটি ( এখন বাংলা - Like Our Facebook Page ) ফলো করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে ( এখন বাংলা - Join Our Telegram Channel ) যুক্ত হন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন