DA নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি: WB GOVT Employee দের জন্য বড় আপডেট
এখন বাংলা নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে ঘোষিত ৪% ডিএ বৃদ্ধি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও, এখনো অনেক কর্মী পঞ্চম বেতন কমিশনের সংশোধনের অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতিতে আগামী ২৫শে মার্চ, ২০২৫-এ সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে, যা বহুদিনের ডিএ সংক্রান্ত সমস্যা সমাধানের ইঙ্গিত দিতে পারে।
৪% ডিএ বৃদ্ধির ঘোষণা ও তার প্রভাব
বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মচারীরা ১৪% হারে ডিএ পাচ্ছেন। সম্প্রতি ঘোষিত বাজেটে, পশ্চিমবঙ্গ সরকার ৪% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকর হবে ১লা এপ্রিল, ২০২৫ থেকে। এর ফলে কর্মচারীদের মোট ডিএ বেড়ে ১৮% হবে। যদিও এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত, তবে বহু কর্মী তাঁদের বকেয়া পাওনা আদায় নিয়ে উদ্বিগ্ন।
ডিএ নিয়ে আইনি লড়াই: সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা
পঞ্চম বেতন কমিশনের অধীনে থাকা কর্মীদের ডিএ সংক্রান্ত মামলাটি ২০১৬ সাল থেকে আইনি জটিলতায় রয়েছে। কর্মচারীরা শুধু ডিএ বৃদ্ধিই নয়, বরং পূর্বের বকেয়া পরিশোধের দাবিও তুলেছেন।
এই প্রসঙ্গে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন যে, রাজ্য সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই স্যাট এবং কলকাতা হাইকোর্টে ডিএ সংক্রান্ত ছয়টি মামলায় জয়ী হয়েছেন। তিনি আত্মবিশ্বাসী যে সুপ্রিম কোর্টেও কর্মচারীরা জয়ী হবেন।
২৫শে মার্চের শুনানি: কর্মচারীদের আশার আলো
সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি ২৫শে মার্চ, ২০২৫ তারিখে নির্ধারিত হয়েছে। আইনজীবী শামিমের মতে, "২০০৯ সালের রোপা বিধি অনুসারে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনগত অধিকার। তাই আমরা বিশ্বাস করি, সুপ্রিম কোর্টেও আমাদের জয় নিশ্চিত।"
এই শুনানির ফলাফল রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আদালত কর্মচারীদের পক্ষে রায় দেয়, তবে ডিএ বৃদ্ধির পাশাপাশি বকেয়া পরিশোধের পথও সুগম হতে পারে। এখন সকলের নজর ২৫শে মার্চের রায়ের দিকে।
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।