রাজ্য বাজেটে সুখবর! এক ধাক্কায় ৮% ডিএ বৃদ্ধি, সরকারি কর্মীদের আশায় জল ঢালবে তো?
এখন বাংলা নিউজ ডেস্ক :২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট আজ পেশ হতে চলেছে। বিকেল ৪টায় বিধানসভায় বাজেট ঘোষণা করবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারী— সকলেই অপেক্ষায়, কী চমক আসতে চলেছে এবারের বাজেটে?
ডিএ বৃদ্ধি— সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর?
বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারি কর্মীদের জন্য এক ধাক্কায় ৭% থেকে ৮% পর্যন্ত মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা হতে পারে। বর্তমানে কর্মীরা ১৪% হারে ডিএ পাচ্ছেন, যা এবার বেড়ে ২২% পর্যন্ত হতে পারে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে ৫৩% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মচারীদের সঙ্গে সেই ব্যবধান এখনও বিশাল।
গত কয়েক বছরে পরপর দুইবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার— ২০২৩ সালে ৩% এবং ২০২৪ সালে ৪%। এবারের বাজেটে সরকারি কর্মীদের আরও বেশি ডিএ বৃদ্ধির আশায় বুক বাঁধছেন তারা।
ডিএ আন্দোলনের দীর্ঘদিনের চাপ
রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। ষষ্ঠ পে কমিশনের আওতায় থাকা কর্মচারীরা বেতন ও মহার্ঘ ভাতার বৈষম্য নিয়ে অসন্তুষ্ট। এবার বাজেটে নতুন পে কমিশনের ঘোষণা আসতে পারে, যা অনেক কর্মীর দীর্ঘদিনের দাবি।
কেন এই বাজেট গুরুত্বপূর্ণ?
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই বাজেট শুধুমাত্র রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সরকারি কর্মচারীদের মন জয় করার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।
সরকারি কর্মীদের জন্য বড় কোনো সুখবর আসবে কি? নতুন পে কমিশনের ঘোষণা হবে? নাকি শুধুমাত্র ডিএ বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে এই বাজেট? অপেক্ষা এখন বিকেলের ঘোষণার!
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
রাজ্য বাজেটে সুখবর! এক ধাক্কায় ৮% ডিএ বৃদ্ধি, সরকারি কর্মীদের আশায় জল ঢালবে তো? | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " রাজ্য বাজেটে সুখবর! এক ধাক্কায় ৮% ডিএ বৃদ্ধি, সরকারি কর্মীদের আশায় জল ঢালবে তো? " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।