বাজেটে বাড়ল না ভাতা! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খুললেন মমতা, জোর চর্চা রাজ্যজুড়ে
এখন বাংলা নিউজ ডেস্ক : ২০২৫ সালের পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করা হল, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো একাধিক প্রকল্পে বরাদ্দ ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে আশানুরূপ পরিবর্তন আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, যা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে।
বিরোধীদের আক্রমণ ও মমতার প্রতিক্রিয়া
বাজেট পেশের সময়ই কর্মসংস্থানের দাবিতে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। এরপর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্র শুধু প্রতিশ্রুতি দেয়, আমরা নিজেদের রাজস্ব থেকে বাজেট তৈরি করি। বাজেটে যা বলি, তা করে দেখাই।”
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতার বক্তব্য
অনেকেই আশা করেছিলেন, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণা আসবে, কিন্তু তা হয়নি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য রাজ্যের মতো নয়, ওদের অনেক শর্ত থাকে, কিন্তু আমরা সহজ প্রক্রিয়ায় সুবিধা দিই।”
তিনি আরও জানান, রাজ্যের ৫০,০০০ কোটি টাকা খরচ হয় এই প্রকল্পের জন্য, যা লক্ষ লক্ষ মহিলাকে আর্থিক সহায়তা দিচ্ছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আরও অনেকে এই প্রকল্পে আবেদন করেছেন।
স্বাস্থ্যসাথী ও বিদ্যুতের দাম নিয়ে মমতার সাফাই
মুখ্যমন্ত্রী বলেন, “৯ কোটি পরিবার আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যেখানে বছরে ১২,০০০ কোটি টাকা খরচ হয়।" তিনি এটিকে কর্মসংস্থানের মডেল হিসেবেও ব্যাখ্যা করেন।
বিদ্যুতের দাম বাড়ার প্রসঙ্গে মমতা বলেন, “এটি রাজ্য সরকারের সিদ্ধান্ত নয়, সিইএসসি-র মতো স্বশাসিত সংস্থাগুলোর বিষয়। দিল্লির বোর্ড থেকে দাম নির্ধারিত হয়।” তবে তিনি আশ্বাস দেন যে, দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলে বিদ্যুতের দাম কমতে পারে।
রাজ্যজুড়ে চর্চা, কী বলছেন সাধারণ মানুষ?
লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা না বাড়ায় সাধারণ মানুষের একাংশ হতাশ। অন্যদিকে, স্বাস্থ্যসাথী ও অন্যান্য প্রকল্পের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর সাফাই কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে একটা ব্যাপার স্পষ্ট— ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আর্থিক সিদ্ধান্ত নিয়ে আলোচনার ঝড় চলবেই!
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
বাজেটে বাড়ল না ভাতা! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খুললেন মমতা, জোর চর্চা রাজ্যজুড়ে | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " বাজেটে বাড়ল না ভাতা! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খুললেন মমতা, জোর চর্চা রাজ্যজুড়ে " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।