Aadhaar New Rule: হোটেল বা অনুষ্ঠানে আর নেওয়া যাবে না আধারের জেরক্স! ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কেন্দ্রের কড়া নির্দেশ
হোটেলে ওঠা হোক, বড় কোনো অনুষ্ঠান আয়োজন হোক বা সাধারণ ভেরিফিকেশন—এবার থেকে আর আধার কার্ডের ফোটোকপি বা জেরক্স জমা দিতে হবে না। খুব শীঘ্রই কেন্দ্র আধার ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। এর মূল লক্ষ্য—ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখা এবং ডেটা লিক রোধ করা।
এতদিন বহু হোটেল, ট্রাভেল এজেন্সি বা ইভেন্ট কোম্পানি পরিচয় যাচাইয়ের অজুহাতে গ্রাহকদের কাছ থেকে আধারের কপি নিয়ে নিজেদের কাছে রেখে দিত। অথচ এটি আধার আইনের স্পষ্ট লঙ্ঘন।
নতুন কী নিয়ম আসছে?
ইউআইডিএআই (UIDAI)-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, আধারের জেরক্স নেওয়ার পুরনো প্রথা এবার পুরোপুরি বন্ধ হতে চলেছে। এর বদলে একটি সম্পূর্ণ ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু করা হচ্ছে।
যে সব সংস্থা আধার ভিত্তিক ভেরিফিকেশন করে—
যেমন:
✔ হোটেল
✔ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি
✔ রিটেল আউটলেট
✔ বিমানবন্দর
তাদের আগে সরকারি সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তবেই তারা নতুন আধার ভেরিফিকেশন প্রযুক্তি ব্যবহার করতে পারবে।
নতুন মোবাইল অ্যাপ আসছে
UIDAI একটি নতুন আধার অ্যাপ তৈরি করছে, যার মাধ্যমে খুব সহজে ডিজিটাল ভেরিফিকেশন করা যাবে—কোনো কাগজপত্র লাগবে না। এর ফলে—
সময় বাঁচবে
পরিবেশ রক্ষা হবে
ব্যক্তিগত তথ্য আরও নিরাপদ থাকবে
অফলাইন অথেন্টিকেশন সুবিধা
অনেক সময় সার্ভার ডাউন বা ইন্টারনেট সমস্যা দেখা দেয়। এই সমস্যা দূর করতে—
সংস্থাগুলিকে বিশেষ API দেওয়া হবে
তারা নিজেদের সফটওয়্যারের সঙ্গে এটি যুক্ত করতে পারবে
নতুন অ্যাপ “অ্যাপ-টু-অ্যাপ অথেন্টিকেশন” সাপোর্ট করবে
ফলে প্রতিবার সেন্ট্রাল সার্ভারের সঙ্গে যোগাযোগের দরকার হবে না
এটি রিটেল দোকান, বিমানবন্দরসহ আরও অনেক জায়গায় ব্যবহার করা যাবে।
গোপনীয়তা সুরক্ষায় আরও জোর
UIDAI জানিয়েছে যে নতুন নিয়মে ব্যবহারকারীর তথ্য ১০০% সুরক্ষিত থাকবে। কাগজের জেরক্স জমা রাখলে তথ্য অপব্যবহার হওয়ার যে ঝুঁকি ছিল, তা আর থাকবে না।
আগামী ১৮ মাসের মধ্যে কার্যকর হতে চলা ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট (DPDP Act)-এর সব শর্ত মেনেই এই নতুন অ্যাপ তৈরি হচ্ছে। এমনকি ব্যবহারকারীরা চাইলে পরিবারের অন্যান্য সদস্যদের তথ্যও আলাদা করে সুরক্ষিত রাখতে পারবেন|
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
Aadhaar New Rule: হোটেল বা অনুষ্ঠানে আর নেওয়া যাবে না আধারের জেরক্স! | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " Aadhaar New Rule: হোটেল বা অনুষ্ঠানে আর নেওয়া যাবে না আধারের জেরক্স! "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।
