Pradhanmantri Scholarship Scheme 2025: বছরে সর্বোচ্চ ₹75,000, উচ্চশিক্ষার পথে বড় সহায়তা
উচ্চশিক্ষা আজকের যুবসমাজের জন্য ভবিষ্যতের মূল ভিত্তি। কিন্তু আর্থিক সমস্যার কারণে বহু ছাত্র–ছাত্রী তাদের পছন্দের কোর্সে ভর্তি হতে পারে না বা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। এই সমস্যার সমাধানেই কেন্দ্রীয় সরকার চালু করেছে Pradhanmantri Scholarship Scheme 2025 (PMSS 2025)। এই স্কিম দেশের হাজার হাজার ছাত্র–ছাত্রীর জন্য উচ্চশিক্ষার পথকে আরও সহজ করে তুলছে।
এই প্রকল্পের আওতায় যোগ্য শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ 75 হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। টাকা সরাসরি DBT ব্যবস্থার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর ছাত্র–ছাত্রীরা নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে পারে।
স্কিমের উদ্দেশ্য
PMSS 2025-এর প্রধান লক্ষ্য হলো দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা। যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হয়। পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নের দিকেও এই স্কিম বড় ভূমিকা রাখছে।
যোগ্যতা: কারা আবেদন করতে পারবেন
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করা প্রয়োজন।
প্রথমত, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
দ্বিতীয়ত, আবেদনকারীর বাবা বা মা সশস্ত্র বাহিনী (Army, Navy বা Air Force), CAPF বা RPF-এর কর্মরত, অবসরপ্রাপ্ত বা শহীদ সদস্য হতে হবে। এছাড়াও SC, ST, OBC ও EWS শ্রেণির শিক্ষার্থীরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন।
তৃতীয়ত, শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন বা পোস্ট-গ্র্যাজুয়েশনের কোনো পেশাদার কোর্সে ভর্তি থাকতে হবে। যেমন: B.Tech, MBBS, B.Sc Nursing, BBA, MBA, MCA ইত্যাদি। উচ্চমাধ্যমিকে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
কিছু ক্ষেত্রে আবেদন করা যাবে না। যেমন: Distance Education বা Correspondence কোর্সে ভর্তি থাকলে কিংবা আগে থেকেই বড় ধরনের কোনো স্কলারশিপ পেয়ে থাকলে আবেদন করা যাবে না।
স্কলারশিপের পরিমাণ
পুরুষ শিক্ষার্থীদের জন্য মাসে ২,৫০০ টাকা, অর্থাৎ বছরে ৩০,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়। তিন বছরে মোট ৭৫,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
মহিলা শিক্ষার্থীদের জন্য মাসে ৩,০০০ টাকা, বছরে ৩৬,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। কোর্সের মেয়াদ অনুযায়ী মোট পরিমাণ নির্ধারিত হয়।
RPF ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য ছেলেদের ক্ষেত্রে মাসে ২,০০০ টাকা এবং মেয়েদের ক্ষেত্রে ২,২৫০ টাকা দেওয়া হয়।
সব ক্ষেত্রেই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
আবেদন পদ্ধতি (অনলাইনে)
আবেদন করতে হবে National Scholarship Portal অর্থাৎ NSP-এর মাধ্যমে।
অফিশিয়াল ওয়েবসাইট: scholarships.gov.in
প্রথমে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। এতে মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং ব্যক্তিগত তথ্য দিতে হয়। এর পর নাম, জন্মতারিখ, অভিভাবকের তথ্য, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট এবং শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে। OTP যাচাইয়ের পর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
তারপর লগইন করে স্কলারশিপের আবেদন ফর্ম পূরণ করতে হবে। কোর্স, কলেজ এবং অন্যান্য তথ্য উল্লেখ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। অবশেষে ফর্ম যাচাই করে Final Submit করতে হবে এবং একটি কপি নিজের কাছে রেখে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট
কলেজের ভর্তি রসিদ
Bonafide সার্টিফিকেট
Caste সার্টিফিকেট
Income সার্টিফিকেট
Aadhaar কার্ড
Aadhaar-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ: ৮ জুলাই ২০২৫
আবেদন শুরু: জুলাই ২০২৫-এর প্রথম সপ্তাহ
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬
টাকা বিতরণ: ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু
কেন এই স্কিম জনপ্রিয়
এই স্কলারশিপ প্রকল্পটি দেশের অসংখ্য আর্থিকভাবে অসুবিধাগ্রস্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার পথে নতুন সুযোগ এনে দিয়েছে। মেয়ে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সাপোর্ট, অনলাইন আবেদন প্রক্রিয়া, DBT-এর মাধ্যমে সরাসরি টাকা পাঠানো—এই সব সুবিধার কারণে স্কিমটি বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
Pradhanmantri Scholarship Scheme 2025: বছরে সর্বোচ্চ ₹75,000, উচ্চশিক্ষার পথে বড় সহায়তা | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " Pradhanmantri Scholarship Scheme 2025: বছরে সর্বোচ্চ ₹75,000, উচ্চশিক্ষার পথে বড় সহায়তা "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।
.jpg)