Swayampurna Residential Smart Scheme: আগামী ২৫ বছর BPL ও EWS পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ! সৌর প্রকল্পে অভূতপূর্ব উদ্যোগ
গরিব ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমাতে রাজ্য সরকার এক বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে BPL ও EWS শ্রেণিভুক্ত পরিবাররা পুরো ২৫ বছর ধরে একদম বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন। রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা (MSEDCL) ঘোষণা করেছে এই নতুন উদ্যোগ, যার নাম “স্বয়ংপূর্ণা আবাসিক স্মার্ট প্রকল্প।”
প্রকল্পের মূল উদ্দেশ্য
এই প্রকল্পের সবচেয়ে বড় লক্ষ্য—
দরিদ্র পরিবারের বিদ্যুৎ খরচ একেবারে শূন্যে নামিয়ে আনা এবং পরিবেশবান্ধব পরিষ্কার শক্তির ব্যবহার বাড়ানো। প্রতিটি যোগ্য পরিবারের বাড়ির ছাদে বসানো হবে ১ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল, যার সাহায্যে পরিবার নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
কেন্দ্র ও রাজ্য – দুই সরকারই এই প্রকল্পে যৌথভাবে অর্থ বরাদ্দ করেছে। মোট বরাদ্দ প্রায় ৬৫৫ কোটি টাকা, যার মাধ্যমে ৫ লক্ষ পরিবার উপকৃত হবেন।
কারা এই সুবিধা পাবেন?
এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত থাকবেন—
প্রায় ১.৫৪ লক্ষ BPL পরিবার
প্রায় ৩.৪৫ লক্ষ EWS পরিবার
যারা মাসে ১০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন
এছাড়াও SC ও ST শ্রেণির পরিবাররা বাড়তি ভর্তুকি পাবেন।
বাড়ির ছাদেই সৌর প্যানেল
প্রতিটি যোগ্য পরিবারের বাড়িতে সরকার বসাবে ১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল। এর মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে পুরো পরিবারের দৈনন্দিন প্রয়োজন সহজেই মিটবে।
সবচেয়ে বড় সুবিধা হলো —
যদি উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় বেশি হয়, সেই অতিরিক্ত বিদ্যুৎ আবার সরকারের গ্রিডে বিক্রি করে বাড়তি আয়ও করা যাবে।
কত ভর্তুকি মিলবে?
সরকারি পরিকল্পনা অনুযায়ী—
কেন্দ্র সরকার দেবে ৩০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি
রাজ্য সরকার দেবে আরও ১৭,৫০০ টাকা
SC/ST পরিবার পাবে অতিরিক্ত ১৫,০০০ টাকা
ফলে মোট খরচের বেশিরভাগ অংশ সরকারই বহন করবে। যোগ্য পরিবারগুলোর নিজস্ব ব্যয় থাকবে খুবই কম বা অনেক ক্ষেত্রে একেবারেই শূন্য।
অতিরিক্ত বিদ্যুৎ মানে অতিরিক্ত আয়
এই প্রকল্প শুধুমাত্র বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়—
বরং পরিবারগুলোকে স্বনির্ভর করে তুলবে।
পরিবার যদি প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তাহলে সেই বিদ্যুৎ বিক্রি করে মাসিক উপার্জনও সম্ভব। ফলে—
বিদ্যুতের বিল শূন্য
উপরি আয়ের সুযোগ
দীর্ঘমেয়াদি সঞ্চয়
এতে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলো প্রকৃত অর্থেই উপকৃত হবেন।
প্রকল্প বাস্তবায়ন
এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে MSEDCL। ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলায় এটি চালু করা হবে। বাস্তবায়ন সম্পূর্ণ হলে রাজ্যজুড়ে বিদ্যুৎ খরচ ব্যাপকভাবে কমে আসবে।
পরিবেশবান্ধব উদ্যোগ—টেকসই ভবিষ্যতের দিকে এক ধাপ
এই প্রকল্প শুধু আর্থিক সুবিধাই দিচ্ছে না, বরং রাজ্যকে পরিষ্কার, সবুজ শক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সৌরশক্তির ব্যবহারে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন সম্ভব হবে।
রাজ্যের সাধারণ মানুষ ইতিমধ্যেই এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে,
“বিনামূল্যে বিদ্যুৎ পেলে সংসারে বড় সঞ্চয় হবে। আর বিদ্যুৎ বিক্রি করে সামান্য আয় হলে তা পরিবারের জন্য দারুণ সহায়ক হবে।”
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
Swayampurna Residential Smart Scheme: আগামী ২৫ বছর BPL ও EWS পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ! | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " Swayampurna Residential Smart Scheme: আগামী ২৫ বছর BPL ও EWS পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ! "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।
%20(1).jpg)