Taxpayers news: ইনকাম ট্যাক্স ও জিএসটি-র পর এবার নতুন বদলের ইঙ্গিত, বাজেটের আগেই বড় বার্তা দিলেন নির্মলা সীতারমন
দেশের করদাতাদের জন্য আবার এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দিল কেন্দ্রীয় সরকার। আয়কর ও জিএসটি ব্যবস্থায় একের পর এক সংস্কারের পর এবার সরকারের নজর পড়েছে কাস্টমস বা শুল্ক ব্যবস্থার দিকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে শুল্ক দপ্তরের নিয়ম-কানুন ও কাজের ধরণে বড়সড় পরিবর্তন আসতে পারে। এই খবর যেমন ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনই সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে।
কর ব্যবস্থাকে আরও সহজ করতে চাইছে সরকার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই দেশের কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করছে। ২০২৫ অর্থবর্ষে আয়কর ও জিএসটি-তে হারের যৌক্তিকীকরণ, নিয়ম সরলীকরণ এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের হাতে বেশি নগদ অর্থ রাখার চেষ্টা করা হয়েছে। এর ফলে খরচ ও চাহিদা বাড়বে—এই লক্ষ্যেই এগোচ্ছে সরকার।
এই সংস্কারগুলির ইতিবাচক ফল পাওয়ার পর এবার একই পথে এগোতে চায় কাস্টমস বা শুল্ক বিভাগ।
অর্থমন্ত্রী কী ইঙ্গিত দিলেন?
সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, শুল্ক ব্যবস্থার একটি সম্পূর্ণ ওভারহল বা আমূল সংস্কার এখন সময়ের দাবি। তাঁর বক্তব্যে স্পষ্ট—
“এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা কর মেনে চলাকে বোঝা মনে না করেন।”
তিনি আরও জানান, আয়কর ব্যবস্থায় যেভাবে ফেসলেস অ্যাসেসমেন্ট, স্বচ্ছতা এবং প্রযুক্তিনির্ভর প্রশাসন চালু হয়েছে, সেগুলিই ধাপে ধাপে কাস্টমস বিভাগেও প্রয়োগ করা উচিত।
জিএসটি-র পর এবার কাস্টমস সংস্কারের পালা
অর্থমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার, সরকারের লক্ষ্য—
সরকারি হস্তক্ষেপ কমানো
আমদানি-রপ্তানির ক্ষেত্রে পণ্য খালাসের গতি বাড়ানো
প্রযুক্তির সাহায্যে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা কমানো
শুল্ক হারের যৌক্তিকীকরণ করা
সংক্ষেপে বললে, জিএসটি সংস্কারের পর এবার কাস্টমস ব্যবস্থাকেও আধুনিক ও ব্যবসাবান্ধব করে তুলতে চাইছে কেন্দ্র।
কোন বিভাগে কী লক্ষ্য
আয়কর: স্বচ্ছতা, ফেসলেস অ্যাসেসমেন্ট ও উন্নত প্রশাসন
জিএসটি: করের হার সহজ করা ও নিয়ম সরলীকরণ
কাস্টমস: দ্রুত পণ্য খালাস, কম হস্তক্ষেপ ও শুল্ক কাঠামোর সংস্কার
বাজেটে আসতে পারে বড় ঘোষণা
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। অর্থনীতিবিদদের ধারণা, সেই বাজেটেই কাস্টমস সংস্কার নিয়ে স্পষ্ট রূপরেখা তুলে ধরতে পারে সরকার। যদি এই পরিবর্তনগুলি বাস্তবায়িত হয়, তাহলে ব্যবসা করা আরও সহজ হবে এবং দেশের ‘Ease of Doing Business’ সূচকেও তার ইতিবাচক প্রভাব পড়বে।
সব মিলিয়ে বলা যায়, করদাতাদের জন্য সামনে আরও সহজ ও স্বচ্ছ ব্যবস্থার দিকেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
Taxpayers news: ইনকাম ট্যাক্স ও জিএসটি-র পর এবার নতুন বদলের ইঙ্গিত, | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " Taxpayers news: ইনকাম ট্যাক্স ও জিএসটি-র পর এবার নতুন বদলের ইঙ্গিত, "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।
%20(1).jpg)