West Bengal Free-ship Scheme: সুখবর! ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিতে আর টাকা লাগবে না—টিউশন ফি দেবে রাজ্য সরকার
রাজ্যের বহু ছাত্রছাত্রী আছে যারা মেধাবী হলেও পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষা নিতে পারে না। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি বা আর্কিটেকচারের মতো কোর্সে পড়তে গেলে টিউশন ফির বোঝা অনেক সময়ই বাধা হয়ে দাঁড়ায়। ঠিক সেই কারণেই রাজ্য সরকার চালু করেছে একটি নতুন ও যুগান্তকারী প্রকল্প—West Bengal Free-ship Scheme (WBFS)।
এই প্রকল্পের লক্ষ্য একটাই—মেধা যেন অর্থের অভাবে থেমে না যায়। যেসব যোগ্য ছাত্রছাত্রী টাকা না থাকায় পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ভর্তি হতে পারছেন না, তাদের টিউশন ফি সম্পূর্ণ দেবে সরকার। ফলে আর টিউশন ফি বা কলেজের খরচ নিয়ে ভাবতে হবে না, পড়াশোনা চলবে বিনা বাধায়।
কেন আনা হলো WBFS প্রকল্প?
এটি শুধুই আর্থিক সহায়তা নয়—একটি মানবিক উদ্যোগ। রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী WBJEE বা JEE’র মতো পরীক্ষায় ভালো র্যাঙ্ক পেলেও পরিবারের দারিদ্র্যের কারণে ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসির মতো কোর্সে ভর্তি হতে পারে না। অনেকেই কলেজে ভর্তি হওয়ার পর টিউশন ফি দিতে না পেরে মাঝপথে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হন।
এই বাস্তব সমস্যাগুলি মাথায় রেখে রাজ্য সরকার ঘোষণা করেছে—যোগ্য ছাত্রছাত্রীর টিউশন ফির দায়িত্ব নেবে সরকারই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষায় সমতা আনার লক্ষ্যেই কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ছাত্রযাত্রী—এ ধরনের নানা প্রকল্প দীর্ঘদিন ধরে চলছে। Free-ship Scheme সেই ধারারই নতুন সংযোজন। মূল ভাবনা—“প্রত্যেক মেধাই শিক্ষার অধিকারী।”
কারা আবেদন করতে পারবেন?
WBFS প্রকল্পে যোগ্য হতে হলে কিছু শর্ত মানতে হবে—
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
রাজ্যের ভেতরে থাকা সরকারি বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল কলেজে ভর্তি হতে হবে।
পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
WBJEE, JEE Main বা অন্য কোনো স্বীকৃত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কীভাবে আবেদন করবেন?
WBFS-এ আবেদন করা খুবই সহজ। আবেদন করা যাবে অনলাইন বা অফলাইন—দুইভাবেই।
সরকারি কলেজের ছাত্রছাত্রী
কলেজ থেকে আবেদন ফর্ম নিতে হবে।
প্রয়োজনীয় নথি সংযুক্ত করে কলেজ অফিসে জমা দিতে হবে।
কলেজ কর্তৃপক্ষ যাচাই করে আবেদন দপ্তরে পাঠাবে।
বেসরকারি কলেজের ছাত্রছাত্রী
সরকারি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
যাচাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
কোন কোন নথি লাগবে?
আবেদনের সময় নিচের নথিগুলি জমা দিতে হবে—
স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (Domicile Certificate)
আধার কার্ড বা ভোটার কার্ড
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
পরিবারের আয় সনদ
সর্বশেষ পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
কলেজের Admission Receipt বা Bonafide Certificate
আবেদনের শেষ তারিখ
২০২৫ শিক্ষাবর্ষের জন্য WBFS প্রকল্পে আবেদন চলছে।
শেষ তারিখ — ৭ নভেম্বর, ২০২৫।
তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করা উচিত।
কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ?
এই প্রকল্পের ফলে—
রাজ্যের হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।
অর্থনৈতিক দুর্বলতা আর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে না।
ব্যয়বহুল কোর্সে ভর্তি হওয়ার ভয় কাটবে।
ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচারের মতো পেশাদার কোর্স সাধারণ পরিবারের নাগালের মধ্যে আসবে।
WBFS আজ প্রমাণ করছে—“শিক্ষার আসল যোগ্যতা টাকা নয়, মেধা।”
আপনি বা আপনার পরিচিত কেউ যদি অর্থের অভাবে ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসির পড়াশোনা থামিয়ে রেখে থাকেন, তাহলে WBFS প্রকল্প সেই স্বপ্নকে নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছে। এখনই আবেদন করুন, আর নিজের ভবিষ্যৎকে আরও শক্ত করে গড়ে তুলুন।
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
West Bengal Free-ship Scheme: সুখবর! ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিতে আর টাকা লাগবে না | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " West Bengal Free-ship Scheme: সুখবর! ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিতে আর টাকা লাগবে না "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।
%20(1).jpg)