দেশের এই দুঃসময়ে ভালো অফার নিয়ে আসলো জিও। দেশজুড়ে চলছে লক ডাউন। ঘরবন্দি হয়ে আছে সকলেই। ইতিমধ্যে মারা গিয়েছেন 11 জন, করোনা আক্রান্তর সংখ্যা বেড়েই চলছে একটু একটু করে। এই কঠিন পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিতে নিয়ে আসলো নতুন খবর। এই সুবিধাতে উপকৃত হবেন জিও গ্রাহকরা।
এখন সকলেই গৃহবন্দি, সকলেই এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত, সকলেই যাতে কোনো ঝুট ঝামেলা ছাড়াই ইন্টারনেট ব্যাবহার করতে পারে সেজন্য জিও তাদের গিগা ফাইবার ব্রডব্যান্ড কানেকশন একদম ফ্রিতে দেবে।
এই কানেকশনের মাধ্যমে 10 এমবিপিএস স্পিড যুক্ত ব্রডব্যান্ড ব্যাবহার করতে পারবেন আপনি। তবে যারা আগে থেকেই জিও গিগা ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার করছেন তারা এই সময় দ্বিগুন ডেটা পেয়ে যাবেন।