রাস্তায় দেখামাত্র গুলি! লকডাউন ভাঙায় কঠোর মুখ্যমন্ত্রী | এখন বাংলা - Ekhon Bengla


হাইলাইটস



  • করোনাভাইরাস রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষিত হয়েছে।

  • দেখা মাত্র গুলিরও নির্দেশ দেওয়া হবে।

  • এমনই হুঁশিয়ারি দিলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।


করোনাভাইরাস রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষিত হয়েছে। মানুষ সেই নির্দেশ না-মানলে দেখা মাত্র গুলিরও নির্দেশ দেওয়া হবে। এমনই হুঁশিয়ারি দিলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।





মানুষ পুলিশ ও সরকারকে সহযোগিতা না-করলে আমেরিকার মতো সেখানে সেনা নামানো হবে বলেও জানিয়েছেন তিনি। লকডাউন ভেঙে মানুষ রাস্তায় বেরনোয় তীব্র সমালোচনা করেন তিনি।




চন্দ্রশেখর জানিয়েছেন, সন্ধে ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কঠোরভাবে কারফিউ পালন করা হবে। আর রোজ সন্ধে ৬টার পর সব দোকান বন্ধ করে দিতে হবে। লকডাউনের সময় সব মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদ, ওয়ার্ড সদস্য, করপোরেটর, জেলা পরিষদ ও পুরনিগম সদস্যদের পুলিশ ও অন্যান্য আধিকারিকদের সাহায্য করতেও নির্দেশ দিয়েছেন তিনি।




তেলেঙ্গানায় এখনও পর্যন্ত ৩৬ জনের শরীরের করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন চন্দ্রশেখর রাও। সন্দেহ থাকায় আইসোলেশনে রাখা হয়েছে ১১৪ জনকে। একজন সেরে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।


নবীনতর পূর্বতন