Telegram Group Join Now
WhatsApp Group Join Now


করোনায় আতঙ্কে ভারতকে বিশেষ অনুরোধ চিনের | এখন বাংলা - Ekhon Bengla





বেজিং: করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত ভারত তথা গোটা বিশ্ব। এই ভাইরাসের প্রকোপে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বলা বাহুল্য, চিন দেশেই প্রথম এই ভাইরাস প্রথম দেখা গিয়েছিল। আর এই করোনা ভাইরাসের জন্য আগেও মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাষায় চিনকে দায়ী করেছিল। এবার সেই চিনের বিরুদ্ধে করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগ নিয়ে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা করলেন মার্কিন আইনজীবী ল্যারি ক্লেম্যান।




সেক্ষেত্রে চিন মনে করছে, আরও অন্যান্য দেশও এই ভাইরাসের জন্য চিনকে দোষারোপ করতে পারে। তাই চিন আগে থেকেই এই বিষয়ে করল ভারতকে। করোনাকে ‘চিনা ভাইরাস’ বলার বিরোধী চিন। সেই কারণেই চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ইয়ি জানিয়েছেন, করোনার জন্য চিনকে দায়ী করলে তার প্রভাব পড়তে পারে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কের উপর।




তবে শুধু ভারত নয় অন্যান্য দেশের সরকারকেও চিনের তরফে এমনটাই জানানো হয়েছে। চিন মনে করে যে, তাদের দেশে প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেলেও এই ভাইরাসের উৎপত্তি যে চিনেই তার কোনও নির্দিষ্ট প্রমাণ নেই। তাই উপযুক্ত প্রমাণ ছাড়া যেন কোনও দেশ করোনাকে ‘চিনা ভাইরাস’ বলে অ্যাখ্যা না দেয়, এমনটাই জানিয়েছে চিন।


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now