করোনা সংক্রমণ রুখতে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি





নয়া দিল্লি:‌ ২১ দিনের লকডাউনের কথা ঘােষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী । এর আগে ' জনতা কার্টু ' র কথা বলেছিলেন মােদী । আর এবার ২১ দিনের লকডাউন ।




 মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । সেখানে যে একটা বড় ঘােষণা হবে , তা আগে থেকেই বােঝা গিয়েছিল । আর সেটাই সত্যি হল । দেশ জোড়া লকডাউনের কথা ঘােষণা করলেন মােদী । 




মােদী বলেন , ' এটাও এক ধরনের কার্ফ । কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না । এভাবেই করােনা ভাইরাস থেকে বাঁচানাে সম্ভব । 




  ' তিনি বলেন , ' ২১ দিন নিয়ন্ত্রণে আনতে না পারলে ২১ বছর পিছিয়ে যেতে হবে আপনাদের । ' মঙ্গলবার । মধ্যরাত থেকে জারি হচ্ছে এই লকডাউন ।







জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী - দেখুন নিচের ভিডিওটি








নবীনতর পূর্বতন