কলকাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার গত সপ্তাহেই ঘোষণা করেছিল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মাসে একহাজার টাকা দেওয়ার কথা। সেই একই পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও।
করোনা পরিস্থিতিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সোমবার রাজ্যের তরফে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম প্রচেষ্টা। এই প্রকল্পে মাসে ১ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে, মঙ্গলবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, দুর্ভোগ হলেও এই কটা দিন বাড়িতেই থাকতে হবে। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অসুবিধার কথা মাথায় রেখে আর্থিক সীমাবদ্ধতা সত্বেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে ‘প্রচেষ্টা’ প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
শুধু তাই নয়, জরুরি এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে বিনামূল্যে রেশনও দেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এদিনই রাজ্যে লকডাউনের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিনই কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী সন্তোষ কুমার সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে অ্যাডভাইজারি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, জনকল্যাণ সেসের টাকা থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সুরাহা নিশ্চিত করতে হবে।জনকল্যাণ সেস থেকে ৫২ হাজার কোটি টাকার তহবিল মঞ্জুর করেছে কেন্দ্র।