Telegram Group Join Now
WhatsApp Group Join Now


লকডাউন অমান্য! লাঠিপেটা নয়, নতুন পন্থা নিয়ে রাস্তায় পুলিশ!



লকডাউন অমান্য! লাঠিপেটা নয়, নতুন পন্থা নিয়ে রাস্তায় পুলিশ!  নিউজ ডেস্ক : দিনের পর দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। COVID-19 সারা বিশ্বের মানুষের ঘুম কেড়ে নিলেও নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভারতবাসী। আসলে তাদের মনুষ্যত্ববোধ ঘুমিয়ে আছে। লকডাউন চলাকালীন দেশের মানুষের কিছু আচরন এমনটাই প্রমাণ করে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করলেও নিশ্চিন্তে এখনো ঘুরে বেড়াচ্ছে ভারতের কিছু মানুষজন। এমন পরিস্থিতিতে দেশ ও দেশবাসীকে জাগাতে এক অভিনব পদ্ধতি খুঁজে বের করল চেন্নাই প্রশাসন। মাথায় করোনা হেলমেট পরে লকডাউনে পথে নামলেন পুলিশ অফিসাররা। দেশের মানুষের জন্য চৈতন্য ফেরাতেই এমন উদ্যোগ নিল চেন্নাই প্রশাসন।  হেলমেটটি বানিয়েছেন সেখানকারই স্থানীয় এক শিল্পী। সারা বিশ্বে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বেড়েছে তা দেখেও দেশের মানুষের এরূপ আচরণের ক্ষোভ প্রকাশ করেছেন চেন্নাই প্রশাসনের উচ্চপদস্থ অফিসার গৌতম। তিনি বলেছেন দেশের এমন পরিস্থিতিতে কাউকে কিছু বোঝানো যাচ্ছে না। তাই বাধ্য হয়ে করোনা হেলমেট পড়ে পথে নামতে হয়েছে। ২৪ ঘন্টায় এভাবেই ঘুরে ঘুরে মানুষের মনে চেতনা বৃদ্ধি করতে হচ্ছে। সারা ভারতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১০৫০ জন ও মৃতের সংখ্যা ২৫ জন।  এমন অভিনব চিন্তা কিভাবে মাথায় এলো? এটি জিজ্ঞেস করতেই গৌতম বাবু জানালেন, কিছুদিন আগে এক শিল্পীর একটা ভাঙ্গা হেলমেট ও কিছু কাগজ দিয়ে এরকম বিশেষ হেলমেট তৈরি করে দিয়েছিল। এর পাশাপাশি বাকি সহকর্মীদের জন্য বেশ কয়েকটি প্ল্যাকার্ড তৈরি করে দিয়েছিলেন তিনি। পুলিশের বাকি কর্তারাও সেই প্ল্যাকার্ড হাতে ঘুরছে সাধারণ মানুষের হুঁশ ফেরানোর জন্য। পুলিশের আরেক আধিকারিক রাজেশ বাবু বলেন, এই উদ্যোগে ভালো সাড়া মিলেছে ইতিমধ্যে। পুলিশদের এভাবে দেখে ভয় পেয়ে বাচ্চারা ঘরে ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি। এছাড়া বড়রাও একটু একটু করে এই ব্যাপারটি গুরুত্ব বুঝতে শুরু করেছে। এতে আশার আলো দেখছি অনেকটাই।   লকডাউন অমান্য! লাঠিপেটা নয়, নতুন পন্থা নিয়ে রাস্তায় পুলিশ | এখন বাংলা - Ekhon Bengla Source : sangbadpratidin এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়




নিউজ ডেস্ক : দিনের পর দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। COVID-19 সারা বিশ্বের মানুষের ঘুম কেড়ে নিলেও নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভারতবাসী। আসলে তাদের মনুষ্যত্ববোধ ঘুমিয়ে আছে। লকডাউন চলাকালীন দেশের মানুষের কিছু আচরন এমনটাই প্রমাণ করে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করলেও নিশ্চিন্তে এখনো ঘুরে বেড়াচ্ছে ভারতের কিছু মানুষজন। এমন পরিস্থিতিতে দেশ ও দেশবাসীকে জাগাতে এক অভিনব পদ্ধতি খুঁজে বের করল চেন্নাই প্রশাসন। মাথায় করোনা হেলমেট পরে লকডাউনে পথে নামলেন পুলিশ অফিসাররা। দেশের মানুষের জন্য চৈতন্য ফেরাতেই এমন উদ্যোগ নিল চেন্নাই প্রশাসন।




হেলমেটটি বানিয়েছেন সেখানকারই স্থানীয় এক শিল্পী। সারা বিশ্বে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বেড়েছে তা দেখেও দেশের মানুষের এরূপ আচরণের ক্ষোভ প্রকাশ করেছেন চেন্নাই প্রশাসনের উচ্চপদস্থ অফিসার গৌতম। তিনি বলেছেন দেশের এমন পরিস্থিতিতে কাউকে কিছু বোঝানো যাচ্ছে না। তাই বাধ্য হয়ে করোনা হেলমেট পড়ে পথে নামতে হয়েছে। ২৪ ঘন্টায় এভাবেই ঘুরে ঘুরে মানুষের মনে চেতনা বৃদ্ধি করতে হচ্ছে। সারা ভারতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১০৫০ জন ও মৃতের সংখ্যা ২৫ জন।




এমন অভিনব চিন্তা কিভাবে মাথায় এলো? এটি জিজ্ঞেস করতেই গৌতম বাবু জানালেন, কিছুদিন আগে এক শিল্পীর একটা ভাঙ্গা হেলমেট ও কিছু কাগজ দিয়ে এরকম বিশেষ হেলমেট তৈরি করে দিয়েছিল। এর পাশাপাশি বাকি সহকর্মীদের জন্য বেশ কয়েকটি প্ল্যাকার্ড তৈরি করে দিয়েছিলেন তিনি। পুলিশের বাকি কর্তারাও সেই প্ল্যাকার্ড হাতে ঘুরছে সাধারণ মানুষের হুঁশ ফেরানোর জন্য। পুলিশের আরেক আধিকারিক রাজেশ বাবু বলেন, এই উদ্যোগে ভালো সাড়া মিলেছে ইতিমধ্যে। পুলিশদের এভাবে দেখে ভয় পেয়ে বাচ্চারা ঘরে ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি। এছাড়া বড়রাও একটু একটু করে এই ব্যাপারটি গুরুত্ব বুঝতে শুরু করেছে। এতে আশার আলো দেখছি অনেকটাই।





লকডাউন অমান্য! লাঠিপেটা নয়, নতুন পন্থা নিয়ে রাস্তায় পুলিশ | এখন বাংলা - Ekhon Bengla






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now