Telegram Group Join Now
WhatsApp Group Join Now


করোনার মাঝে আর এক আতঙ্ক! এই রোগের টার্গেট শিশুরা!



করোনার মাঝে আর এক আতঙ্ক! এই রোগের টার্গেট শিশুরা | এখন বাংলা - Ekhon Bengla




নিউজ ডেস্ক : করোনা মানেই এখন আতঙ্ক আর এর জেরে লক ডাউন প্রায় পুরো দেশ গৃহবন্দী অবস্থা মানুষের।করোনা ভাইরাসের প্রকোপে এখনো পর্যন্ত আক্রান্ত মানুষ সংখ্যা প্রায় 4 লাখ। এখনো এর লড়াই শেষ ,নির্মূল হওয়ার লক্ষন দেখা যায়নি আর তারই মধ্যে নতুন আতঙ্কের নাম ব্রেন ফিভার ঘিরে ধরেছে।করোনা যেতে না যেতেই পূনরায় শুরু হল মারন রোগের দাপট।




ভারতে নয়া বিপদ হিসেবে দেখা দিল ব্রেইন ফিভার ।বিহারের মোজাফফরপুর ইতিমধ্যে দুই শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে এরইমধ্যে এক শিশুর অবস্থা সঙ্কটজনক আরে তাই প্রমাদ গুনতে শুরু করেছে প্রশাসন। এখন থেকে পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা।




এর বৈজ্ঞানিক নামঃ একিউট এনসেফালাইটিস সিনড্রোম এমন স্বীকার হয় মূলত শিশুরাই গত বছরও এতে আক্রান্ত হয়ে বিহারে 200 শিশুর মৃত্যু হয়েছিল। তারই সঙ্গে 18 টি জেলার এ রোগ ছড়িয়ে পড়েছিল বছর ঘুরতে না ঘুরতেই ফের উত্তর বিহারে হানা দিল ব্রেন ফিভার।




হাসপাতালের সুপার এসকে শাহী জানিয়েছেন এই বছর এই রোগে আক্রান্ত হয়ে প্রথম হাসপাতালে ভর্তি হওয়া শিশুটির বয়স তিন বছর। ওই শিশুটির বাড়ি মুজাফফরপুর জেলার সাকতা ব্লকে ।কিছুদিন আগে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে তখন বাচ্চাটির গায়ে ধুম জ্বর। সঙ্গে সঙ্গে তাকে পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি করে নেওয়া হয় কিন্তু শিশুটির অবস্থা বর্তমানে সঙ্কটজনক ওই একই উপসর্গ নিয়ে পূর্ব চম্পারন জেলার এক কিশোরীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।





করোনার মাঝে আর এক আতঙ্ক! এই রোগের টার্গেট শিশুরা | এখন বাংলা - Ekhon Bengla






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now