এই মুহূর্তের বড় খবর- এবার সবার একাউন্টে সরাসরি টাকা পাঠাবে মোদী সরকার!



এই মুহূর্তের বড় খবর- এবার সবার একাউন্টে সরাসরি টাকা পাঠাবে মোদী সরকার!| এখন বাংলা - Ekhon Bengla




নিউজ ডেস্ক : বর্তমান যে সঙ্কটময় পরিস্থিতির শিকার গোটা বিশ্ব তাতে মাথায় হাত পড়েছে দেশের গরিব শ্রেণীর মানুষদের। এমন পরিস্থিতিতে এক প্রকল্পের ঘোষণা করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রকল্পে জানানো হয় সরাসরি গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে কেন্দ্র এবং এর পাশাপাশি খাদ্যশস্য অর্থাৎ চাল- ডাল সরবরাহ করা হবে। এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে এই প্রকল্পে। এই প্রকল্পের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজ ধার্য করা হয়েছে।




১: কেন্দ্র সরকার গৃহীত এই প্যাকেজে ব্যাঙ্ক লেনদেনের পাশাপাশি থাকবে গরিব শ্রেণীর মানুষদের খাদ্য সরবরাহ করার ব্যবস্থা।




২: এই প্রকল্পের গরিব কল্যাণ অন্ন যোজনায় সম্পূর্ণ বিনামূল্যে ১০ কেজি করে চাল মাথাপিছু দেওয়া হবে তিন মাসের জন্য। এর পাশাপাশি পরিবার পিছু ১ কেজি করে ডাল করে দেওয়া হবে৷




৩: এই জোছনায় উপভোক্তাদের তিন মাসের জন্য গ্যাস সিলেন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।




৪: আগামী তিন মাস মহিলাদের জনধন অ্যাকাউন্ট ৫০০ টাকা করে দেওয়া হবে।




৫: এই প্রকল্পে তিন কোটি প্রবীন নাগরিক, দরিদ্র বিধবা এবং দরিদ্র প্রতিবন্ধীদের ১ হাজার টাকা করে ভাতা দেবে কেন্দ্রীয় সরকার।




৬: চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের সাফাইকর্মী, আশা কর্মী যাঁরা করোনা রোগীদের চিকিৎসরার সঙ্গে যুক্ত, তাদের জন্য মাথাপিছু ৫০ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা দেওয়া হবে।




৭: প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনার অধীনে যে টাকা কৃষকদের প্রাপ্য ছিল তা এপ্রিলের প্রথম সপ্তাহেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে৷ ২ হাজার টাকা করে দেওয়া হবে কৃষকদের। এতে উপকৃত হবে ৮ কোটি ৬৯ লক্ষ কৃষক৷




৮: এই যোজনায় ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড ব্যবহার করে করোনা সংক্রমণ রুখতে চিকিৎসা পরিকাঠামো এবং পরিষেবা উন্নত করার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷




৯: রাজ্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য ৩১ হাজার কোটি টাকার তহবিল ব্যবহার করা হবে৷




১০: ইপিএফও- তে নথিভুক্ত ৪.৮ কোটি শ্রমিক তিন মাসের বেতন অথবা তাঁদের পিএফ-এ জমা হওয়া টাকার ৭৫ শতাংশ অগ্রিম হিসেবে নিতে পারবেন৷




১১: একশো দিনের শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৮২ টাকা থেকে ২০২ টাকা করা হবে।




১২: যে সংস্থার কর্মী সংখ্যা ১০০ বা তার কম বা যেসব সংস্থায় ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম, তাঁদের তিন মাসের পিএফ অনুদান দেবে কেন্দ্র৷






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন