Telegram Group Join Now
WhatsApp Group Join Now


করোনা ভাইরাস : মেকআপ কি ভীষণ দরকার তাহলে অবশ্যই এই সতর্কতা মানুন 



করোনা ভাইরাস : মেকআপ কি ভীষণ দরকার তাহলে অবশ্যই এই সতর্কতা মানুন | এখন বাংলা - Ekhon Bengla




নিউজ ডিস্ক: চারিদিকে করোনা আতঙ্ক। ঘরে-বাইরে নানা জিনিসে ভয়। কিন্তু যারা এমন প্রফেশানে যুক্ত যে মেকআপ না করলেই নয় বা যারা ঘরেও নিজেকে একটু পরিপাটি সুন্দর রাখতে পছন্দ করেন তারাও এখন করোনা আতঙ্কে দিশেহারা। 




তবে করোনার আতঙ্কে বেশিরভাগ মানুষই এখন ঘর বন্দি হয়েছেন। যাঁদের একেবারেই উপায় নেই বা বাড়ি থেকে বের হতেই হচ্ছে, তাঁদের কিছুদিন মেক-আপ করার আগে কয়েকটি দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।




১) মেকআপ লাগানোর আগে হাত আর মুখ ভাল করে সাবান, ফেস-ওয়াস দিয়ে ধুয়ে নিন।




২) যাদের সর্দি বা জ্বর হয়েছে, তাঁরা কিছুদিন মেকআপ এড়িয়ে চলুন।




৩) মেকআপের সরঞ্জাম বেশিরভাগই বাইরের, তাই সংক্রমিত দেশগুলোর প্রডাক্ট এড়িয়ে চলুন। তারিখ দেখে ব্যবহার করুন।




৪) এমনিতেও এক প্রডাক্ট ছয় মাসের বেশি ব্যবহার করা উচিৎ নয়। তাই এইদিকে ব্যবহারের সময় নজর দিন।




৫) মেকআপ প্রডাক্ট শেয়ার করবেন না।




৬) মেকআপ তোলার সময় বাড়তি নজর দিন, যতই ক্লান্ত থাকুন মেকআপ ভাল করে তুলে তবেই ঘুমান।




৭) ধুলো পড়া মেকআপ প্রডাক্ট কখনওই ব্যবহার করবেন না।




করোনা ভাইরাস : মেকআপ কি ভীষণ দরকার তাহলে অবশ্যই এই সতর্কতা মানুন | এখন বাংলা - Ekhon Bengla






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now