‘প্রয়োজনে বাড়তে পারে লকডাউন’, ইঙ্গিত দিলেন মন্ত্রী
দেশজুড়ে চলছে তিন সপ্তাহের লকডাউন। আগামী ১৪ এপ্রিল কি সিদ্ধান্ত নেওয়া হবে সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ। লকডাউন কি তুলে নেওয়া হবে নাকি আংশিকভাবে জারি থাকবে দেশের বিভিন্ন জায়গায়, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে বসে আছে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ।
তবে মহারাষ্ট্রের লকডাউন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সেখানকার মন্ত্রী। শনিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০০ ছুঁয়ে ফেলেছে। আর এদিন দিনই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে বাড়ানো হবে লকডাউনের সময়সীমা।
যদিও এই লোকটা অনেক ক্ষতি হয়েছে বহু মানুষের। সমস্যায় পড়েছেন শ্রমিক থেকে দিনমজুররা। খাবারের অভাবে ভুগছেন অনেকে। তবু প্রাণ সংশয় থেকে রক্ষা করতে সরকারকে এরকম সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।
শনিবার সন্ধ্যার হিসেব বলছে ভারতে করো না আক্রান্তের সংখ্যা ৩০৭২। মৃতের সংখ্যা ৭৫। শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের।
এদিন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মানুষ যদি নিয়মকে গুরুত্ব না দেয়, আর আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে লকডাউন বাড়ানো ছাড়া আর কোনও উপায় থাকবেনা। মহারাষ্ট্রের একাধিক জায়গায় অন্তত দু’সপ্তাহের জন্য সেই লকডাউন বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
গোটা মুম্বই জুড়ে এখনও পর্যন্ত ২০০ টি বিল্ডিংকে সিল করে দেওয়া হয়েছে। ১৪ এপ্রিল কি সিদ্ধান্ত নেয়া হবে সেই প্রসঙ্গে ৩০০ আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন যে পরিস্থিতির ওপর নির্ভর করছে সবটা। যেসব জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে সেই জায়গাগুলোতে লকডাউন জারি রাখা হতেও পারে।
সূত্রের খবর দিল্লি, মুম্বই কিংবা বেঙ্গালুরুর মত শহরে যানবাহন চলাচল স্বাভাবিক হবে না এখনই। রয়টার্সকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়