করোনা রুখতে জাঙিয়ার মাস্ক! চীনের সাহায্যে অস্বস্তিতে পাকিস্তান
Pakistans Prime Minister Imran Khan listens while meeting with U.S. President Donald Trump in the Oval Office at the White House in Washington, U.S., July 22, 2019. REUTERS/Jonathan Ernst
করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। অন্যান্য দেশের মত করোনার করালগ্রাসের শিকার পাকিস্তান। সেদেশেও ব্যাপক আকার ধারণ করেছে মারণ ভাইরাসের সংক্রমণ। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। করোনা রুখতে রীতিমতো নাজেহাল ইমরান খানের সরকারের। দেশের এই ভয়াবহ দুর্যোগের।দিনে পাকিস্তানের একমাত্র ভরসা ছিল বন্ধুরাষ্ট্র চীন। কিন্তু বিপদের দিনে সাহায্যের বদলে কিনা মশকরা করলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর নির্দেশিকা মেনে করোনা রুখতে চীনের কাছে কাপড়ের মাস্ক চেয়ে ছিল পাকিস্তান। চীনের তরফ থেকে এন ৯৫ মাস্ক পাঠানোর আশ্বাস দেওয়া হলেও অবশেষে পাঠালো স্পঞ্জের মাস্ক। পাকিস্তানে করোনা মোকাবিলায় কর্মরত হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেই মাস্ক ব্যবহার করতে অস্বীকার করেন। তাদের অভিযোগ, এন ৯৫ -এর পরিবর্তে চিন স্পঞ্জের তৈরি মাস্ক পাঠিয়েছে। এই মাস্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে তৈরি করা হয়নি। সবচেয়ে অবাক করার মত অভিযোগ চীনের পাঠানো এই মাস্ক নাকি অনেকটা আন্ডারওয়্যারের মতো দেখতে। চিনের সমালোচনায় মুখর হয়েছে পাক মিডিয়াও। বন্ধুরাষ্ট্রের এমন ব্যবহারে অস্বস্তিতে ইমরান খানের প্রশাসন।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়