মোমবাতি জ্বালাবো না, আপনি আপনার রাজনৈতিক খেলা বন্ধ করুন: মোদীকে কটাক্ষ অধীরের
নিউজ ডেস্ক : শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অনুরোধ করেন ঠিক যেভাবে তারা ২২ মার্চ ‘জনতা কার্ফুর’-এর দিন একজোট হয়েছিল আগামী ৫ এপ্রিলও সমগ্র দেশবাসীকে তাদের মহাশক্তির জাগরণ করতে হবে। মোদী বলেন, “৫ এপ্রিল নতুন সংকল্প নেবে দেশবাসী। এদিন রাত ৯ টায় ৯ মিনিটের জন্য নিজের বাড়িতে ব্যালকনি কিংবা জানলার সামনে আলো বন্ধ করে টর্চ, মোমবাতি, প্রদীপ অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখুন।”
মোদীর এই কথাকেই কটাক্ষ করে কার্যত উড়িয়ে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মোদীর অনুরোধের পাল্টা দিয়ে অধীর বলেন, মোমবাতি জ্বালালে করোনা দূর হবে না। বরং ডাক্তার-নার্স ও গরীব মানুষদের সাহায্য করা উচিত। মোদীকে তোপ দেগে অধীর বলেন, “লোকের পকেটে পয়সা নেই, রেশন নেই, মানুষ কাল কি খাবে জানে না, আর প্রধানমন্ত্রী বলেছেন মোমবাতি জ্বালাতে। পরিকল্পনা করে করোনা পরিস্থিতিকে রাজনৈতিক ইভেন্ট বানাচ্ছেন তিনি।”
এদিন মোদী বলেন, ঘর অন্ধকার করে সকলে মোমবাতি জ্বালালে বোঝা যাবে সকলে একসঙ্গে আছি। লকডাউনের মধ্যেও কেউ একা নন। এর ফলে লড়াইয়ে আত্মবিশ্বাস বাড়বে। দুনিয়ার কোনও শক্তি হারাতে পারবে না আমাদের। এই বিষয়ে অধীর বলেন, “প্রধানমন্ত্রী এখন ভারতবর্ষের মানুষকে একসঙ্গে মোমবাতি জ্বালাতে বলছেন, কারণ ভারতের মানুষের নাকি একতা দরকার। কিন্ত এদেশে তো একতার কোনও ঘাটতি নেই। মানুষের মধ্যে আমরা যদি সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি না করি তাহলে কারোর ক্ষমতা নেই ভারতবর্ষের একতাকে ধ্বংস করা।”
তিনি আরও যোগ করেন, “মোমবাতি জ্বালিয়ে কি করোনার মোকাবিলা করা যাবে? যদি যেত তাহলে একটা নয়, আমরা হাজারটা মোমবাতি জ্বালাতাম। আমি ৫ এপ্রিল মোমবাতি জ্বালাবো না। নরেন্দ্র মোদী আপনি আপনার রাজনৈতিক খেলা বন্ধ করুন। এই পরিস্থিতির মোকাবিলার জন্য পর্যাপ্ত ওষুধ, হাসপাতাল, বেড, ভেন্টিলেটর, ডাক্তার-নার্সদের পোশাক দরকার। তা না করে উনি মোমবাতি জ্বালাতে বলছেন।”
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়