আতঙ্কেও আশা জোগাচ্ছে ‘প্লাজমা থেরাপি’র সাফল্য
প্লাজমা থেরাপি নিয়ে এ দিন আশাপ্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। এ দিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রকের তরফে উৎসাহ দেওয়া হয় আরও বেশি করে এই পদ্ধতি প্রয়োগ করার। দেশের কয়েকটি রাজ্যেই এখনও পর্যন্ত প্লাজমা থেরাপিতে করোনা আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে। মধ্যপ্রদেশ সরকার এ দিন জানিয়েছে, খুব তাড়াতাড়িই তারা এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে চলেছে। এই নিয়ে এ দিন মুখ খুলেছে নীতি আয়োগও। আয়োগের উচ্চক্ষমতাসম্পন্ন গোষ্ঠীর সদস্য ভি কে পালের বক্তব্য, যে কোনও রাজ্যই চাইলে প্লাজমা থেরাপির প্রয়োগ করতে পারে। তবে, অবশ্যই তা আইসিএমআরের নির্ধারিত গাইডলাইন মেনে করতে হবে।
--- হিমাচল প্রদেশে সুস্থ হয়ে উঠলেন আরও দুই করোনা রোগী। রাজ্যে নতুন করে কারও শরীরে মেলেনি করোনা সংক্রমণ। চিকিত্সাধীন ১৫ জন।
--- আগামী সোমবার বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক তিন দিন আগে জোরদার হল লকডাউনের মেয়াদ বৃদ্ধির জল্পনা। শোনা যাচ্ছে, আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।
--- উত্তরপ্রদেশের যে সব শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন, তাঁদের ঘরে ফেরানোর উদ্যোগ নেবে যোগী সরকার। শুক্রবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, এই সমস্ত শ্রমিকদের তালিকা তৈরি করতে। তবে, তাঁদেরই ফেরানো হবে যাঁরা ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যে ১৪ দিনের কোয়ারান্টিন কাটিয়ে ফেলেছেন।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : BanglaSonbad