“পা ঢাকা কাপড় পড়ুন নাহলে নিচে দিয়েও ঢুকে যেতে পারে ভাইরাস”, বললেন পাক মন্ত্রী
করোনা ভাইরাস এখন সারা বিশ্বের কাছে ত্রাসের সৃষ্টি করেছে। বিশ্বের তাবড় তাবড় দেশ যেখানে করোনার প্রতিষেধক আবিষ্কার করতে গিয়ে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে করোনার সংক্রমণকে রুখতে এক অভিনব পন্থা জানালেন পাকমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান।
সম্প্রতি টুইটারে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে তিনি স্পষ্ট সকলকে পা ঢাকা পোশাক পড়ার নির্দেশ দিয়েছেন কারণ তাঁর মতে পা থেকে ঢুকে যেতে পারে করোনা ভাইরাস। শুধু মুখে মাস্ক পড়লেই হবেনা, ঢাকতে হবে পা ও। একটি সংবাদ বৈঠকে তিনি জানান, “তোমার শরীর হোক, পায়ের পাতা হোক, পা হোক, সেটার সুরক্ষা করুন। এটা নয় যে আমি কেবল আমার মুখটাই সুরক্ষিত করবো আর ভাই’রাস নীচ দিয়ে চলে আসবে। এইসব জিনিস আপনাকে একইসাথে করতে হবে। এটাও একটা মেডিক্যাল সায়েন্স আর আমাদের এটার জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে।”
পাকিস্তানে এখন করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আট হাজারের কাছাকাছি। বিশেষজ্ঞরা বারবার স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক ব্যবহার করতে বলেছেন সমস্ত মানুষকে। তার মধ্যে পাক মন্ত্রীর এহেন বক্তব্যের ফলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের পাশাপাশি শুরু হয়েছে বিতর্কও।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়