শুভ মঙ্গল লকডাউন, ভিডিয়ো কলে 'মঙ্গলসূত্র' পরিয়ে বিয়ে সম্পন্ন!



শুভ মঙ্গল লকডাউন, ভিডিয়ো কলে 'মঙ্গলসূত্র' পরিয়ে বিয়ে সম্পন্ন!




হাইলাইটস




  • পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউই জানেন না। এর জেরে অনেকেরই বিয়ে পিছিয়ে গিয়েছে।

  • বর ছিলেন কেরালার কোট্টায়ামে। কনে আটকে লখনউতে। কনের সঙ্গে রয়েছেন তাঁর মা, দাদা।

  • গত মাসে পটনার সাদিয়া নাসরিন ও উত্তরপ্রদেশের দানিশ রাজা ভিডিয়ো কলে নিকাহ সম্পন্ন করেন।





করোনাভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। কবে উঠবে লকডাউন, পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউই জানেন না। এর জেরে অনেকেরই বিয়ে পিছিয়ে গিয়েছে। কারও কারও বিয়ে এ বছর আর হবে কিনা তাও ঠিক নেই। এই পরিস্থিতিতে শ্রীজিত নাদেসান ও অঞ্জনা বিয়ে করেছেন। তবে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে ভিডিয়ো কলে বিয়ে সেরেছেন তাঁরা।




বর ছিলেন কেরালার কোট্টায়ামে। কনে আটকে লখনউতে। কনের সঙ্গে রয়েছেন তাঁর মা, দাদা। পুরোহিতরা তাঁদের জানিয়েছিলেন, আগামী দুবছর বিয়ে করার কোনও ভালো দিন নেই। কিন্তু বিয়ে কিছুতেই পিছিয়ে দিতে চাননি তাঁরা। নাদেসান কাজ করেন একটি ব্যাংকে। অঞ্জনা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।




লকডাউনের এই পরিস্থিতিতে অনলাইনেই বিয়ে করলেন তাঁরা। টেকনোলজিকে ভর করেই নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর দিনের স্মৃতি তৈরি করলেন তাঁরা। ভিডিয়ো কল করে তাতেই মঙ্গলসূত্র পরালেন কনেকে। পণ্ডিতও ছিলেন বরের পাশে দাঁড়িয়ে। নাদেসান ও অঞ্জনা স্বামী-স্ত্রী হিসেবেই আজ থেকে পরিচিত হবেন। লকডাউন উঠলে পরিবার ও বন্ধুদের সঙ্গে পার্টি করতে চান তাঁরা।




গত মাসে পটনার সাদিয়া নাসরিন ও উত্তরপ্রদেশের দানিশ রাজা ভিডিয়ো কলে নিকাহ সম্পন্ন করেন।




এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন