WhatsApp Channel Join Now
Google News Follow Now


আমৃতি অঞ্চলে দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিলেন সমাজ সেবক কল্যাণ মন্ডলআমৃতি অঞ্চলে দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিলেন সমাজ সেবক কল্যাণ মন্ডল | এখন বাংলা - Ekhon Bengla






মালদা : আমৃতি অঞ্চলে হতদরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌছে দিয়েছেন মালদা জেলার ইংলিশ বাজার ব্লক সভাপতি কল্যাণ মন্ডল, মালদা জেলা পরিষদ সমস্যা অর্চনা মণ্ডল এবং অমৃতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দ। তারা প্রতিদিন প্রায় ৫০০ জন গরীব দুঃস্থ অসহায় ব্যক্তিদের দুপুরের আহারের ব্যবস্থা করেন।




লকডাউনের শুরু থেকে আমৃতি অঞ্চলের বানিয়াগ্রাম মোমিনপাড়া সহ বিভিন্ন এলাকায় পিকআপে করে প্রতিদিনই খাদ্যসামগ্রী দিয়ে আসছেন। এমনকি আমৃতি এলাকার সমস্ত পরিবারকে চাল, আলু, চিনি, ডাল, সয়াবিন, আটা ও সুজি দিয়ে বর্তমান এই দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী তথা মালদা জেলার ইংলিশ বাজার ব্লক সভাপতি কল্যাণ মন্ডল।




তিনি বলেন, পুরো দেশ আজ করোনাভাইরাস বা কোভিড-১৯ এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি৷ দেশে অনেক মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়।




দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সবচাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ আমৃতি অঞ্চলের দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে।




দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বানও জানান সমাজ সেবক কল্যাণ মন্ডল।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন