দেশে চালু অনলাইন ই-পাস! লকডাউনে ছাড় দেবে সরকার, জানুন বিস্তারিত
দেশজুড়ে লকডাউন এর মেয়াদ বাড়িয়ে আগামী 3 মে পর্যন্ত করেছে মোদি সরকার। তবে ইঙ্গিত দেওয়া হয়েছে 20 এপ্রিল থেকে দেশের কিছু কিছু ক্ষেত্র লকডাউনের এর আওতার বাইরে রাখার ভাবনা চিন্তা করছেন। সেই অনুযায়ী লকডাউনের নয়া নির্দেশিকা জারি করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ রোখার জন্য এরকম কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার কিন্তু যারা জরুরী পরিষেবার সাথে যুক্ত সেসব কর্মীদের প্রতিদিনই বাইরে যেতে হচ্ছে তাই তাদের জন্য অনলাইনে ই-পাস এর ব্যবস্থা করা হচ্ছে দেখে নিন কিভাবে অনলাইনে ই-পাস পাওয়া যাবে
কয়েকটি রাজ্য ওয়েবসাইটে রেজিস্টার করে ইপাস দেওয়া হচ্ছে লকডাউন এর মধ্যে ই-পাস পাওয়ার জন্য নিজের শহর বা রাজ্যের লকডাউন ই-পাস ওয়েবসাইটে যেতে হবে। তারপর অনলাইনে আবেদন জানাতে হবে এরই সাথে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করতে হবে। কিছু রাজ্যে ফটো আইডিও সাবমিট করতে হচ্ছে। আবেদন জমা দেওয়ার পর পুলিশ আপনার সমস্যা বা প্রয়োজনীয়তা খতিয়ে দেখবেন এবং এরপর ইপাস পাঠিয়ে দেবে আবেদনপত্র জমা দেওয়ার সময় কোন সমস্যা হলে স্থানীয় পুলিশ স্টেশনে ও যোগাযোগ করতে পারবেন।
ই-পাসের আবেদনপত্র স্ট্যাটাস দেখার জন্য আবেদন জমা দেওয়ার পর একটি আইডি পাবেন নির্দিষ্ট ওয়েবসাইটে সেই আইডি দিয়ে সার্চ করে স্ট্যাটাস চেক করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে মোবাইলে মেসেজ ঢুকবে। সবশেষে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে যা বাইরে যাওয়ার সময় কাছে রাখতে হবে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই-পাস দিচ্ছেন দিল্লী সরকার। হোয়াটসঅ্যাপে আবেদনকারীকে নাম ঠিকানা বাড়ি যাওয়ার কারণ বাইরে যাওয়ার সময় ফটো আইডি কার্ডের ছবি পাঠাতে হবে।দেখে নিন what’sapp number
East Dist-8447200084,8375878007
North east Dist-9540895489,8860425666
central Dist-7428336279
New Delhi -9540675392
North Dist- 8595298706,8595354861
sahadara Dist-8595272697 ,8595274068
south east Dist-8595246396,8595258871
west-9414320064
south-9599649266
north west-8595559117
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়