রাজ্যে ১০৫ করোনা পজিটিভের মৃত্যু, শুধু কোভিডে মৃত ৩৩



রাজ্যে ১০৫ করোনা পজিটিভের মৃত্যু, শুধু কোভিডে মৃত ৩৩




হাইলাইটস




  • এই মুহূর্তে রাজ্যে মোট করোনা পজিটিভ সংখ্যা ৫৭২। সস্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ১৩৯ জন।

  • রাজ্যে সুস্থতার হার ১৮ শতাংশ।

  • রাজ্যে ১০৫ করোনা পজিটিভের মৃত্যু হয়েছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।





বাংলায় করোনায় মৃতের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১১ জন এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩। যদিও পজিটিভ ছিল, কিন্তু করোনায় মৃত্যু হয়নি, রাজ্যে এমন মৃত্যুর সংখ্য়া ১০৫ বলে জানিয়েছে স্বাস্থ্য দফতরের ডেথ কেস অডিট কমিটি। রাজ্য সরকারের তরফে একথা স্পষ্ট করে দেওয়া হয়েছে।




বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে উঠেছেন আরও ১৫ জন। ফলে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭২। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩৯ জন।




রাজ্যে নয়া করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ ঘটনা ঘটেছে তিন জেলা- কলকাতা, উত্তর ২৪ পরগণা এবং হাওড়ায়। এছাড়া হুগলি থেকে নয়া সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে সরকার। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।




সংক্রমণ রুখতে সরকারের তরফে যে পদক্ষেপ করা হয়েছে, তাতে কিছুটা ফল দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এই মুহূর্তে করোনা মুক্তির হার ১৮ শতাংশ বলে সরকার জানিয়েছে।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন