করোনা নিয়ে গান গেয়ে সচেতনতার প্রচার মালদা পুলিশের ! শুনুন কি বলছেন



করোনা নিয়ে গান গেয়ে সচেতনতার প্রচার মালদা পুলিশের




মালদা :  করোনা আতঙ্কে কাঁপছে রাজ্য। ইতিমধ্যেই মালদা জেলাতে দুটি করোনা পজেটিভ রোগী পাওয়া গিয়েছে। তাই লকডাউন এর মধ্যে মানুষকে আরো বেশী সচেতন করতে এবার পথে নামল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।




এদের সন্ধ্যাবেলায় হরিশ্চন্দ্রপুর থানা শহীদ মোড়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস এর নেতৃত্বে থানার আধিকারিকরা সিভিক ভলেন্টিয়ার গান গেয়ে মনোরঞ্জন করার পাশাপাশি করোনা সচেতনতা নিয়েও প্রচার চালানো।ইতিমধ্যেই জেলাতে দুটি করোনা পজেটিভ পেসেন্ট পাওয়াতে জেলাজুড়ে এমনিতেই আতঙ্কের পরিবেশ। সারা জেলা জুড়ে চলছে লকডাউন। প্রশাসন লকডাউন মানতে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় লকডাউন কে অমান্য করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। এরইমধ্যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এর মানবিক মুখ দেখলেন এলাকাবাসী।




করোনা নিয়ে সচেতনতা প্রচার করতে এবার গান গেয়ে মানুষকে লোক ডাউন এর প্রয়োজনীয়তা বুঝালেন তারা।


এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান আমরা করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন থাকতে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। সাথে লকডাউন মেনে চলার জন্য এলাকাবাসীর অনুরোধ করা হচ্ছে। আজ সন্ধ্যেবেলা উদ্দেশ্যেই আমরা থানার আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা মিলে হরিশ্চন্দ্রপুর থানা শহীদ মোড়ে গান গেয়ে সচেতনতা প্রচার করলাম। এর সাথে যাদের মাস্ক নেই তাদের কেও মাস্ক এর ব্যবস্থা করা হলো থানার পক্ষ থেকে।












এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : Open


নবীনতর পূর্বতন