ফি না দিলে অনলাইন ক্লাসে ঠাঁই নেই! অভিযোগ পেয়ে বেসরকারি স্কুলগুলিকে হুঁশিয়ারি পার্থর
লকডাউন চলাকালীন ফি না দিলে অনলাইন ক্লাসে ঠাঁই নেই! বেসরকারি স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের উপর এমন মানসিক অত্যাচার অব্যাহত। অভিযোগ পেয়ে আরও একবার কড়া মনোভাবের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে নিজের বক্তব্য পেশ করেন।
পার্থবাবু জানিয়েছেন, “প্রাইভেট বিদ্যালয়গুলিকে ইতিমধ্যেই দ্বিতীয়বার জানানো হল যে তারা ফি বৃদ্ধি এই মুহূর্তে করতে পারবে না। স্কুলের বেতন বাবদ টাকা না দিলে অনলাইনে শিক্ষায় যোগ দিতে না পারার সিদ্ধান্ত সঠিক নয়। সবাইকেই সেই সুযোগ দিতে হবে।” রাজ্যের নির্দেশকে আমল না দেওয়া বেসরকারি স্কুলগুলির প্রতি শিক্ষামন্ত্রীর বক্তব্য, “সরকারের মনোভাব যথেষ্ট কঠোর। আশা করি প্রাইভেট স্কুলগুলি সরকারের এই মনোভাব অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অভিভাবকদের উপর মানসিক চাপ তৈরি করা থেকে বিরত থাকবে।”
উল্লেখ্য, বারবার আবেদন করার পরও সামলানো যাচ্ছে না বেসরকারি স্কুলগুলিকে। রাজ্যের শিক্ষামন্ত্রী আগেও বেশ কয়েকবার স্কুলগুলিকে আবেদন করেছেন। লকডাউন চলাকালীন ফি নেওয়া যাবে না বলে স্কুলশিক্ষা সচিব দফায় দফায় চিঠি পাঠিয়েছেন স্কুলগুলিকে। কড়াভাবে বলা হয়েছে বর্ধিত ফি লকডাউন চলাকালীন নেওয়া যাবে না। কিন্তু তারপরও অভিভাবকদের ভয় দেখিয়ে টাকা আদায় করা চলছে। এমন অভিযোগ পেয়ে এদিন কড়া বিবৃতি দিলেন শিক্ষামন্ত্রী।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়