ঝাড়গ্রামে পুলিশ লাইনের ছাদে উঠে এলোপাথাড়ি গুলি কনস্টেবলের, এলাকায় আতঙ্ক!
![]() |
ঝাড়গ্রামে পুলিশ লাইনের ছাদে উঠে এলোপাথাড়ি গুলি কনস্টেবলের, এলাকায় আতঙ্ক! |
ঝাড়গ্রাম পুলিশ লাইনে আচমকাই চলল এলোপাথাড়ি গুলি। জানা গেছে, জেলা পুলিশের চারতলা ভবনের ছাদে উঠে এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন বিনোদ কুমার নামের এক জুনিয়র কনস্টেবল। ইতোমধ্যেই SLR বন্দুক থেকে প্রায় ৪০ রাউন্ড গুলি চালিয়েছেন তিনি। যদি এর জেরে হতাহতের কোনও খবর ঘটেনি। তবে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। মাইকে ওই কনস্টেবলকে নীচে নেমে আসার অনুরোধ জানানো হলেও তাতে কর্ণপাত করেননি বিনোদ।
মাইকের মাধ্যমে বিনোদ কেন গুলি চালাচ্ছেন, তা জানতে চাওয়া হলেও কোনও উত্তর দেননি ওই পুলিশ কনস্টেবল। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত প্রায় ৪০ রাউন্ড গুলি চালালেও, জেলা পুলিশ লাইনের আর্মারির ওই কনস্টেবলের কাছে প্রায় ১০০ রাউন্ড গুলি থাকতে পারে।
লকডাউনের কারণে রাস্তাঘাট ফাঁকা হওয়ায় বিনোদের ছোড়া গুলিতে কেউ আহত হয়নি। সাধারণ মানুষ যাতে এলাকায় না ঢুকতে পারে, তাই ডিয়ার পার্ক থেকে কদম কানন মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসেছে একটি অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িও।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : BanglaSonbad