Breaking- জম্মু-কাশ্মীরে গুলির লড়াই! সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত ২ সন্ত্রাসী
করোনা আতঙ্কের মাঝে গোটা বিশ্ব। দিন দিন বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার উপায় নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে গোটা বিশ্ববাসীর কপালে। লকডাউন ঘোষণা করা হয়েছে বহু দেশ। এক করোনার জেরে বিপর্যস্ত গোটা পৃথিবীর মানুষ। এই ভয়াবহ দুর্যোগের দিনেও থেকে নেই সন্ত্রাসবাদীরা। নিজেদের মন মতো নাশকতার জন্য ব্যস্ত তারা।
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, আজ জম্মু-কাশ্মীরের কুলগামের মানজগামে সুরক্ষা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে মুখোমুখি লড়াই চলছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।
Jammu and Kashmir: Encounter underway between security forces & terrorists in Manzgam of Kulgam. According to the police, 2 terrorists reportedly killed so far. (visuals deferred by unspecified time) pic.twitter.com/mYodL4iYvn
— ANI (@ANI) April 4, 2020
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়