Telegram Group Join Now
WhatsApp Group Join Now


এখনও সতর্ক না হলে ভয়াবহ কঠিন দিন দেখতে হবে দেশকে, পড়ুন বিস্তারিত



এখনও সতর্ক না হলে ভয়াবহ কঠিন দিন দেখতে হবে দেশকে, পড়ুন বিস্তারিত | এখন বাংলা - Ekhon Bengla




সত্যি কথা বলতে, ভারত এখন দাঁড়িয়ে রয়েছে করোনা সংক্রমণের স্টেজ ২ এবং ৩ এর মাঝখানে। বিদেশ থেকে কেউ দেশে এলে তার থেকে ছড়াতে ছড়াতে ধীরে ধীরে গোষ্ঠী সংক্রমণে এগিয়ে যাওয়াই হলো স্টেজ ৩। যেখানে এখনও ভারত পৌঁছায়নি তবে পৌঁছালে মৃত্যু-মিছিল দেখা যাবে সারা দেশ জুড়ে। এমনটাই মত বিশেষজ্ঞদের।




ইতিমধ্যে ভারতে করোনা ক্রান্তি সংখ্যা দাঁড়িয়েছে আড়াই হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে প্রায় ৬০ জনের কছাকাছি মানুষের। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, যদি ভারত তৃতীয় স্টেজে চলে যায় তাহলে মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে করোনা কে রোখা সম্ভব হবে না।




তবু এখনো অব্দি যতটুকু সাফল্য এসেছে তা কেবলমাত্র লকডাউনের জন্যই সম্ভব হয়েছে। কিন্তু তৃতীয় স্টেজ কে আটকে দেওয়ার একমাত্র উপায় হল লকডাউন এবং তার পাশাপাশি সোশ্যাল ডিস্ট্যান্স। তবে দেশের অধিকাংশ জায়গাতেই মানুষের মধ্যে এই নিয়ে উদাসীন মনোভাব লক্ষ্য করা গেছে। যা অবশ্যই চিন্তার বিষয়। যদি মানুষ এখনো চূড়ান্ত সতর্কতা না হয় তাহলে ভবিষ্যতে আরো কঠিন দিন দেখতে হবে দেশকে।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now