সেপ্টেম্বর অবধি দেশে লকডাউন! মার্কিন সংস্থার সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
মে থেকে জুনের মাঝামাঝি সেই সময় তুঙ্গে উঠবে করোনা আক্রান্তের সংখ্যা ৷ ভারতে যে ভাবে করোনা ছড়াচ্ছে তাতে এটাই হবে আক্রান্তের সংখ্যার সর্বাধিক গ্রাফ ৷ এমনটাই জানাচ্ছে বোস্টন কনস্টালটিং গ্রুপ ৷
লকডাউনের মেয়াদ বাড়ার আশঙ্কা৷ দেশে লকডাউন চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত৷ মার্কিন সংস্থা BCG-র সমীক্ষায় পূর্বাভাস -
ভারতের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে পূর্বাভাস ৷ জানানো হচ্ছে ভারতে যেরকম জন ঘনত্ব তাতে করোনা যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে ছবিটা ভয়াবহ হবে মে থেকে জুনে৷
পাশাপাশি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই অতিমারির সঙ্গে লড়াই করার জন্য আদৌ তৈরি নয় ভারতের চিকিৎসা পরিষেবা ষ ভারতের স্বাস্থ্য পরিকাঠামো বিবেচনায় পূর্বাভাস ৷ দেশে করোনার প্রকোপ সবচেয়ে বেশি হবে জুনে ৷ জুনের তৃতীয় সপ্তাহে সবচেয়ে বেশি প্রকোপ ৷
২৪ মার্চ থেকে ভারত সহ কলম্বিয়া, পোল্যান্ড. ইউনাইটেড কিংডমে লকডাউন শুরু হয়েছে ৷ ভারত ছাড়া বাকি তিনটি দেশে জুন থেকে জুলাইয়ের মধ্যে লকডাউন উঠে যেতে পারে৷ তবে ভারতের ক্ষেত্রে পরিস্থিতিটা একেবারে ভিন্ন ৷ ভারতের জন্য সেপ্টেম্বর অবধি চলতে পারে লকডাউন ৷
এই সমীক্ষায় চিনের হুবেই প্রদেশের উদাহরণ তুলে আনা হয়েছে ৷ চিনের সর্বপ্রথম হুবেইতে মারণ করোনা দেখা যায় ৷ জানুয়ারির ২৩ থেকে সেখানে লকডাউন শুরু হলেও তা চলে এপ্রিলের ৮ তারিখ অবধি ৷
অন্যান্য উন্নয়নশীল দেশগুলি যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এদের লকডাউন চলতে পারে অগাস্ট মাস অবধি ৷ রিপোর্টে ভাবা হয়েছে COVID 19 এ আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি হবে জুনের তৃতীয় সপ্তাহে ৷ তবে ভারতে যদি লকডাউন সঠিকভাবে মানা হয় তাহলে জুনে উঠতে পারে এই লকডাউন ৷
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়