লকডাউনের জেরে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, প্রতিটি রাজ্যবাসী পড়ুন
করোনার মোকাবিলা করতে গিয়ে টান পড়েছে রাজ্যের অর্থ ভান্ডারে। পড়াটাই স্বাভাবিক কারণ যেভাবে, গোটা দেশ লকডাউনে রয়েছে সেখানে নতুন করে ইনকামের পরিবর্তে খরচের পরিমাণই বেশি। ফলে শক্ত হাতে রাশ টানতে চায় রাজ্য সরকার।
ইতিমধ্যে নতুন করে নিয়োগ পদ্ধতি, নতুন কোন প্রকল্পের সূচনা সবকিছুই বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তার সঙ্গে এই সময়ে অর্থনীতিকে সামাল দিতে পাঁচ দফা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
১) নতুন কোন নিয়োগ করা যাবে না।
২) নতুন কোন প্রকল্পের সূচনা হবে না।
৩) গাড়ি, কম্পিউটার, ফার্নিচার কেনা যাবে না।
৪) গাড়ি ভাড়া করা যাবে না।
৫) GPFথেকে কেবলমাত্র চিকিৎসা, বিবাহ এবংশিক্ষার জন্যই টাকা তোলা যাবে।
তবে বেতন, পেনশন এবং কন্যাশ্রী প্রকল্পের টাকা আটকানো হবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়